হোম > সারা দেশ > খুলনা

কৃষকদের আন্দোলনের পর দৌলতপুরে দাম বাড়ল পেঁয়াজের

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

তারাগুনিয়া পাইকারি বাজারের আড়তগুলোতে বাজারজাত করার জন্য বস্তায় প্রস্তুত করে রাখা পেঁয়াজ। ছবি: আজকের পত্রিকা

সপ্তাখানেক আগ থেকেই কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বাজারে উঠতে শুরু করেছে এ অঞ্চলে উৎপাদিত নতুন পেঁয়াজ। শুরুতে দাম কম থাকায় কয়েক দফা সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন চাষিরা। তারপরই গত তিন দিনে পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১৫ থেকে ২০ টাকা।

খোঁজ নিয়ে জানা যায়, চলতি মাসের ২৫ তারিখ পর্যন্ত পেঁয়াজের বাজার ছিল নিম্নমুখী। এই দিন পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে ২৫ থেকে ৩০ টাকা দরে। পরে প্রতি দিন কেজিতে ৩ থেকে ৫ টাকা পর্যন্ত মূল্য বৃদ্ধি পেয়ে গত শনিবার ও রোববার সকাল পর্যন্ত কেজি প্রতি দাম বেড়ে পাইকারি বাজারে ৪৩ থেকে ৪৬ টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ।

গত শনিবার রাত দশটার দিকে উপজেলার তারাগুনিয়ায় বড় পাইকারি সবজি বাজারে সরেজমিনে দেখা যায় চাষিদের কাছ থেকে ৪৫-৪৬ টাকা দরে কেনা হচ্ছে নতুন মুড়ি কাটা পেঁয়াজ।

বাজারের পাইকারি ব্যবসায়ী শামসুল হকের কাছে পেঁয়াজের বাজার দর জানতে চাইলে তিনি বলেন, ২৫ তারিখের পর থেকে বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে কয়েক দফায় । আজ শনিবার রাত পর্যন্ত আমরা ৪৬ টাকা দরে চাষিদের পেঁয়াজ কিনেছি। তবে আমদানির ওপর নির্ভর করবে বাজার দর।

এদিকে খুচরা বাজারে ৫ টাকা লাভে বিক্রি হচ্ছে এই নতুন পেঁয়াজ। গতকাল শনিবার বিকেলে উপজেলার হোসেনাবাদ কাঁচাবাজারে নতুন পেঁয়াজ বিক্রি হয়েছে ৫০ টাকা দরে।

তবে বাজারে পেঁয়াজের দাম বাড়লেও দুশ্চিন্তা কাটেনি চাষিদের। তাঁরা বলছেন, আর কিছুটা দাম বেড়ে বাজার দর স্থিতিশীল হলে ভালো হয়। দর উঠানামা করলে তাঁরা ক্ষতিগ্রস্ত হবেন।

হোসেন নামের এক পেঁয়াজ চাষি বলেন, ‘বর্তমান যা বাজার এই দামে পেঁয়াজ বিক্রি করলে শুধু খরচ তোলা সম্ভব, তবে কোনো লাভ হবে না।’

তারাগুনিয়া পাইকারি বাজারের আড়তগুলোতে বাজারজাত করার জন্য বস্তায় প্রস্তুত করে রাখা পেঁয়াজ। ছবি: আজকের পত্রিকা

নাসির উদ্দীন নামের আরেক চাষি বলেন, ‘এবার বিঘাপ্রতি ১ লাখ ২০ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে। পেঁয়াজ চাষে ভালো দাম না পেলে আমরা ক্ষতির মুখে পড়ব। তবে শুরুর তুলনায় দাম বেড়েছে এখন।’

গত শনিবার বিকেলে রাহুল ইসলাম নামের এক ক্রেতার কাছে পেঁয়াজে দামের বিষয়ে জানতে চাইলে বলেন, ‘আজ ৫০ টাকা কেজিতে কিনেছি। পেঁয়াজ এর আগের হাটে ৪০ টাকায় কিনেছিলাম। দাম বাড়লেও এখন সহনশীলতা মধ্যে আছে। এমন বাজার থাকলে আমরা ক্রেতারা বিপাকে পড়ব না।’

উপজেলা কৃষি অফিসের দেওয়া তথ্য মতে এবার উপজেলায় ৩ হাজার ২৫০ হেক্টর জমিতে চাষ হয়েছে মুড়িকাটা পেঁয়াজ।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার