হোম > সারা দেশ > খুলনা

যবিপ্রবি ছাত্র ইউনিয়নের কমিটি গঠন

যশোর প্রতিনিধি

ছাত্র ইউনিয়নের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) সংসদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রসায়ন বিভাগের শিক্ষার্থী রাশেদ খানকে আহ্বায়ক ও ইংরেজি বিভাগের আবু সাঈদকে যুগ্ম আহ্বায়ক করে সাত সদস্য বিশিষ্ট বিশ্ববিদ্যালয় শাখা কমিটি গঠন করা হয়েছে। 

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত কর্মিসভায় এ কমিটি গঠন করা হয়। পরে কমিটির নেতৃবৃন্দকে শপথ পাঠ করান সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি শিমুল কুম্ভকার। 

কমিটির অন্য সদস্যরা হলেন–শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের অরুন্ধতী রায়, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের আদনান আহমেদ, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের এহসান-উল করিম, এগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি বিভাগের মো. আল জুবায়ের রনি ও পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের রাকিব হাসান রাফি। 

আহ্বায়ক রাশেদ খান বলেন, ‘শিক্ষা সব নাগরিকের মৌলিক অধিকার অথচ বর্তমান সময়ে শিক্ষাকে পণ্যে পরিণত করা হয়েছে। কেড়ে নেওয়া হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন প্রতিষ্ঠালগ্ন থেকে একটি বৈষম্যহীন, বিজ্ঞান ভিত্তিক, একমুখী ও অসাম্প্রদায়িক শিক্ষানীতি চালুর জন্য আন্দোলন করে আসছে।’ 

তিনি আরও বলেন, ‘টাকার বিনিময়ে শিক্ষা এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা সংকটের বিরুদ্ধে আন্দোলন পরিচালনা ও একটি গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে ছাত্র সমাজকে সঙ্গে নিয়ে ছাত্র ইউনিয়ন তার ইতিহাসে অর্পিত দায়িত্ব পালন করবে।’

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার