হোম > সারা দেশ > খুলনা

দামুড়হুদায় ট্রাকচাপায় মোটরসাইকেলচালক কলেজছাত্র নিহত, আহত সহপাঠী

প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাকচাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলচালক রাকিব (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় রাব্বি (১৮) নামের তাঁর সহপাঠী আহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

রাকিব উপজেলার গোবিন্দহুদা গ্রামের মিলনের ছেলে। আহত রাব্বি একই গ্রামের আজিমুদ্দীনের ছেলে। দুর্ঘটনার খবর পেয়ে দামুড়হুদা মডেল থানা-পুলিশ গিয়ে রাকিবের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আর রাব্বিকে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়রা জানায়, মোটরসাইকেলে করে রাকিব ও রাব্বি কলেজে যাচ্ছিলেন। দামুড়হুদা বাসস্ট্যান্ডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। তাতে ঘটনাস্থলেই নিহত হন রাকিব।

এ বিষয়ে জানতে চাইলে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, সড়ক দুর্ঘটনায় রাকিব নামের একজন নিহত হয়েছেন। এ ছাড়া রাব্বি নামের আরও একজন আহত হয়েছেন। লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তারা এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পায়নি। তবে দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে।

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা