হোম > সারা দেশ > মাগুরা

ফুল দিয়ে সাকিবকে বরণ করে নিল মাগুরাবাসী

মাগুরা প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে নৌকার মনোনয়ন পেয়ে প্রার্থী হিসেবে প্রথম নিজ এলাকায় গেলেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। আজ বুধবার বেলা দেড়টায় সাকিব আল হাসান মাগুরায় পৌঁছান। মাগুরার সীমান্ত গড়াই সেতু থেকে দুই কিলোমিটার সড়কজুড়ে মানুষ তাঁকে অভিনন্দন দিতে থাকেন। 

ক্রিকেটার নন, নৌকার মাঝি সাকিবকে দেখতে দলীয় নেতা-কর্মী ও ভক্তদের ছিল উপচে পড়া ভিড়। মাগুরা-ফরিদপুর সীমান্ত খামারখালী এলাকা থেকে শুরু হয় মানুষের দীর্ঘ জট। 

এ সময় সাকিব আল হাসান নিজ গাড়ি থেকে উঠে হাত নাড়তে থাকেন। ফুলের মালা দিতে থাকেন দলীয় নেতা-কর্মী ও ভক্তরা। 

মাগুরার গড়াই সেতু থেকে ওয়াপদা পর্যন্ত হাজারো মানুষ সকাল থেকে সাকিব আল হাসানের জন্য অপেক্ষা করতে থাকে। এ সময় মাগুরা-ঢাকা মহাসড়কে যানজট লেগে যায়। যানজট নিয়ন্ত্রণে পুলিশ পদক্ষেপ নেয়। সাকিব কোনো বক্তব্য না দিলেও সবার ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন। 

সাকিবের বাবা মাশরুর রেজা কুটিল বলেন, ‘সাকিব মাগুরায় প্রবেশ করেছে। এত মানুষ এসেছে, আমরা অবাক হচ্ছি। তার সঙ্গে অনেকে আছে। পরিবার থেকে অনেকে আছে। আমরা খুব খুশি যে মাগুরাবাসী তার মনোনয়নকে খুব ইতিবাচকভাবে দেখছে। নৌকার বিজয় সুনিশ্চিত।’ 

এ বিষয়ে মাগুরা পৌরসভার মেয়র খুরশীদ হায়দার টুটুল বলেন, ‘সাকিবকে আমরা বরণ করে নিয়েছি। আজ মাগুরাবাসী তথা মাগুরার-১ আসনের জনগণ খুব খুশি। তারা সবাই সাকিবকে সাদরে গ্রহণ করেছে।’

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার