হোম > সারা দেশ > খুলনা

মাগুরায় বাসের চাপায় নারীসহ নিহত ২ 

মাগুরা প্রতিনিধি

মাগুরায় বাসচাপায় নারীসহ এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে মাগুরা সদর হাসপাতালের সামনের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় নিহতেরা হলেন—মাগুরা সদরের আঠারখাদা গ্রামের মোটরসাইকেল আরোহী আনোয়ার হোসেন (৪৮) ও শহরের ভায়না এলাকার বাসিন্দা রোকেয়া বেগম (৭০)। আনোয়ার হোসেন শহরে স্ক্রিন প্রিন্টের ব্যবসায়ী। 

প্রত্যক্ষদর্শী অ্যাম্বুলেন্স চালক রাজু হোসেস বলেন, দুপুর দেড়টার দিকে গোল্ডেন লাইন নামের একটি বাস মাগুরা ভায়না মোড়ে যাচ্ছিল। এ সময় মাগুরা সদর হাসপাতালে বিপরীত থেকে আসা মোটরসাইকেল সামনে এলে বাসের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মারা যান। নিয়ন্ত্রণহীন বাসটি সড়কে বামে ঢুকে গেলে সেখানে দাঁড়িয়ে থাকা বৃদ্ধাকে চাপা দেয়। এ সময় বৃদ্ধাও ঘটনাস্থলে মারা যান। অ্যাম্বুলেন্স স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা তিনটি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়। 

নিহত আনোয়ার হোসেনের বড় ভাই আমিরুল ইসলাম বলেন, আনোয়ার হাসপাতাল থেকে এক স্বজনকে দেখে বাড়ি ফিরছিল। 

মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. মামুন উর রশিদ জানান, দুজনই হাসপাতালে আসার আগে মারা গেছেন। তাঁদের মরদেহ অস্থায়ী লাশ ঘরে আছে। 

মাগুরা হাইওয়ের পুলিশ সহকারী পরিদর্শক মিজান হোসেন জানান, বাসটি জব্দ করা হয়েছে আটক করা হয়েছে বলে তিনি জানান।

ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই ভ্যান আরোহী নিহত

খুলনায় র‌্যাবের সোর্সকে গুলি

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার