হোম > সারা দেশ > বাগেরহাট

ফকিরহাটে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে দিনমজুরের মৃত্যু

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে আখখেতে কাজ করার সময় ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে নুর ইসলাম (৬০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার কাটাখালী এলাকায় এই ঘটনা ঘটে।

নুর ইসলাম ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের জাড়িয়া-মাইটকুমড়া গ্রামের গিয়াস উদ্দিন শেখের ছেলে।

বিদ্যুতায়িত হয়ে দিনমজুরের মৃত্যু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান। তিনি বলেন, ‘তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।’

পুলিশ ও নুর ইসলামের পরিবারের সদস্যরা জানান, স্থানীয় কাটাখালী স্টোরের সরকারি জমি ইজারা নিয়ে আকরাম হোসেন নামের এক ব্যক্তি আখ চাষ করছেন। ওই খেতে আজ দুপুরে নুর ইসলাম কাজ করছিলেন। এ সময় আখখেতে দেওয়া ইঁদুর মারার ফাঁদের বৈদ্যুতিক তার থেকে বিদ্যুতায়িত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক নুর ইসলামকে মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে ফকিরহাট মডেল থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) কার্তিক চন্দ্র পাল হাসপাতালে উপস্থিত হন, সেখানে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন বলে পুলিশ জানিয়েছে।

নুর ইসলামের মেয়ে শিরিনা আক্তার (৪০) জানান, তাঁর বাবা অন্যের আখখেতে দিনমজুরের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন।

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত

ফ্ল্যাটের ভেতর অন্তঃকোন্দলে এনসিপির মোতালেবকে গুলি, মাদক ও গুলির খোসা উদ্ধার: পুলিশ

খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতাকে মাথায় গুলি

খুলনা ওয়াসার দুর্নীতি: ঘুষে বন্ধ বকেয়া বিলের চাপ

‘স্যাক্রোলাইটিস’ রোগে আক্রান্ত: মেধাবী ছাত্রী আসফির বাঁচার আকুতি

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই