হোম > সারা দেশ > বাগেরহাট

রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলায় ২ রুশ জাহাজ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 

বাগেরহাটের মোংলা বন্দরে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে এসে পৌঁছেছে দুটি জাহাজ। আজ রোববার বিকেলে ‘এমভি আনকা সান’ ও ‘এমভি স্পোডিল্লা’ নামে জাহাজ দুটি বন্দরের ৭ ও ৮ নম্বর জেটিতে নোঙর করে।

বন্দরের হারবার মাস্টার ক্যাপ্টেন শাহীন মজিদ আজকের পত্রিকাকে বলেন, ‘রূপপুরে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রের মেশিনারিজের যন্ত্রাংশ নিয়ে বন্দরে দুটি বিদেশি জাহাজ ভিড়েছে। বিকেল থেকে জাহাজ থেকে বিদ্যুৎকেন্দ্রের মেশিনারিজের পণ্য খালাস শুরু করা হয়েছে।’

রাশিয়া থেকে আসা ভানুয়াতুর পতাকাবাহী ‘এমভি আনকা সান’ জাহাজের বাংলাদেশের শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইনসের ব্যবস্থাপক সাধন কুমার চক্রবর্তী বলেন, ‘এ জাহাজে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের ১৯৭৯ প্যাকেজের ১ হাজার ৪০০ দশমিক ৪২ টন মেশিনারিজের পণ্য এসেছে। বন্দরের ৭ নম্বর জেটিতে নোঙর করার পর সেগুলো দুদিনের মধ্যে খালাস করে সড়ক পথে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।’ 

অপর জাহাজ লাইবেরিয়ার পতাকাবাহী ‘এমভি স্পোডিল্লা’ এসেছে ৪৩৬ প্যাকেজের ৫১৮ দশমিক ৪২১ টন মেশিনারিজ পণ্য নিয়ে। জাহাজের শিপিং এজেন্ট ইন্টারপোর্টের পরিচালক ক্যাপ্টেন শাহীন ইকবাল বলেন, ‘বন্দরের ৮ নম্বর জেটিতে বেলা ৩টার দিকে জাহাজটি নোঙর করে। এরপর জাহাজ থেকে পণ্য খালাস শুরু হয়। এ জাহাজ থেকেও দুই দিনের মধ্যে মেশিনারি পণ্য খালাস শেষে সড়ক পথে রূপপুরে পৌঁছে দেওয়া হবে।’ 

মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্য (হারবার ও মেরিন) কমোডর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার আজকের পত্রিকাকে বলেন, ‘সক্ষমতার দিক দিয়ে এই বন্দর এখন অনেক আধুনিক। দক্ষ জনবল দিয়ে আমদানি হওয়া দেশের বড় বড় সব মেগা প্রকল্পের পণ্য এ বন্দর দিয়ে খালাস হচ্ছে। আধুনিক সুযোগ–সুবিধার ফলে বিদেশিরাও এই বন্দর ব্যবহারে আগ্রহী হয়ে উঠছেন।’

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার