খুলনায় দুজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল ও খুলনা জেনারেল হাসপাতালে পৃথক পরীক্ষায় তাঁদের করোনা শনাক্ত হয়।
করোনায় আক্রান্ত ব্যক্তিরা হলেন সুমাইয়া (১৮) ও তানিয়া (৪২)। তাঁদের মধ্যে সুমাইয়াকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া তানিয়াকে নগরীর বয়রাস্থ বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এবং করোনা ও ডেঙ্গুর ফোকাল পারসন খান আহম্মেদ ইশতিয়াক বলেন, ২০২৩ সালের পর খুলনায় করোনার তেমন কোনো প্রভাব ছিল না। এরপর দুজন নারীর শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ল।
খান আহম্মেদ ইশতিয়াক আরও বলেন, খুমেক হাসপাতালে করোনা পরীক্ষার জন্য বর্তমানে মাত্র ৪০টি কিট রয়েছে। ইতিমধ্যে এ ব্যাপারে মন্ত্রণালয়ে জানানো হয়েছে। আশা করা হচ্ছে, আগামী বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে চাহিদা অনুযায়ী কিট চলে আসবে।