স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ চেষ্টার মামলায় শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাকিম সবুজকে গ্রেপ্তার করেছে শ্যামনগর থানা-পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে দীর্ঘদিন পলাতক থাকার পর কালিগঞ্জ উপজেলার চৌমুহনী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
শ্যামনগর উপজেলা ছাত্রলীগের আসন্ন কমিটির সভাপতি পদে থাকা আব্দুল হাকিম সবুজ শ্যামনগর উপজেলার সোনামুগারী গ্রামের মাহবুবুর রহমান মাকুর ছেলে।
ভুক্তভোগী স্কুলছাত্রী ও তার পরিবার সূত্রে জানা যায়, গত ৬ ফেব্রুয়ারি বিদ্যালয়ে যাওয়ার পথে বন্ধু হিমেলসহ আরও তিন/চার সহযোগীর সাহায্যে ভুক্তভোগী কিশোরীকে উঠিয়ে নিয়ে যায় সবুজ। পরে এক বন্ধুর বাসায় রেখে ধর্ষণের সময় স্থানীয়দের ধাওয়ার মুখে পালিয়ে যায় সবুজ ও তাঁর সহযোগীরা। এ ঘটনার রাতে ভুক্তভোগী স্কুলছাত্রী বাদী হয়ে শ্যামনগর থানায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাকিম সবুজসহ তাঁর সহযোগীদের বিরুদ্ধে শ্যামনগর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করে।
শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, মামলা সূত্রে গ্রেপ্তারের পর আসামি সবুজকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।