হোম > সারা দেশ > মাগুরা

শ্রীপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতনের পর হত্যার অভিযোগ

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শ্রীপুরে শ্রাবণী আক্তার সাথী (২৪) নামে তিন মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে নির্যাতনের পর বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার আমলসার গ্রামের মধ্যপাড়ায় স্বামী রাসেল বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার রাতে মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল মর্গ থেকে ময়নাতদন্ত শেষে মরদেহ উপজেলার হাট শ্রীকোল গ্রামে দাফন করা হয়েছে। তিনি ওই গ্রামের পিকুল মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, গত ছয় বছর আগে উপজেলার আমলসার ইউনিয়নের আমলসার মধ্যপাড়া গ্রামের আতিয়ার বিশ্বাস ছেলে রাসেল বিশ্বাসের সঙ্গে শ্রাবণী আক্তার সাথীর বিয়ে হয়। তাঁদের সংসারে সাড়ে চার বছরের এক ছেলে সন্তান রয়েছে। সাথী তিন মাসের অন্তঃসত্ত্বা ছিল। সোমবার সন্ধ্যায় ছেলেকে মারে সাথী। এ নিয়ে বাগ্বিতণ্ডা হয়। পরে আত্মহত্যার জন্য বিষপান করে সাথী। মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।

সাথীর মা অভিযোগ করে বলেন, ‘বিভিন্ন সময় যৌতুকের দাবিতে মারধর করত। ওই দিন মেয়েকে মেরে বিষ খাইয়ে আত্মহত্যার নাটক সাজিয়েছে। আমার মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে। হত্যা যদি নাই করবে তাহলে হাসপাতালে কেন নিয়ে আসলো না তারা? আমি এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ সুকদেব রায় বলেন, ‘এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। কোর্ট আদেশের ভিত্তিতে মামলা গ্রহণ ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা