হোম > সারা দেশ > সাতক্ষীরা

শ্যামনগরে কৃষক লীগ নেতা হত্যা মামলায় আ.লীগ নেতা রিমান্ডে

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবুল কাশেম হত্যা মামলার প্রধান আসামি খোলপেটুয়া ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লোকমান বিশ্বাসের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম নয়ন বিশ্বাস এ রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) সরল কুমার বিশ্বাস জিজ্ঞাসাবাদের জন্য লোকমান বিশ্বাসকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সরল কুমার বিশ্বাস বলেন, ১৮ জুলাই আত্মসমর্পণ করার পর লোকমান বিশ্বাসকে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত থেকে থানায় আনা হয়েছে।

প্রসঙ্গত, খোলপেটুয়া গ্রামের চিংড়ি ঘেরের ২৫ বিঘা জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে গত ৪ জুলাই মধ্যরাতে ডিঙি নৌকায় স্ত্রী ফিরোজাকে বেঁধে রেখে গাবুরা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবুল কাশেম কাগুচীকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে আবু মুসা গাজী, লোকমান গাজী, আব্দুর রহিম, শুকুর আলী সরদার, মিজান গাজী, সালাহউদ্দিন গাজী, সেকেন্দার গাজী ও আবু শ্যামা গাজীর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আটজনের বিরুদ্ধে ৫ জুলাই শ্যামনগর থানায় হত্যা মামলা করেন। মামলার এজাহারভুক্ত তিনজন ও এজাহারবহির্ভূত পাঁচজন বর্তমানে কারাগারে রয়েছেন।

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত

ফ্ল্যাটের ভেতর অন্তঃকোন্দলে এনসিপির মোতালেবকে গুলি, মাদক ও গুলির খোসা উদ্ধার: পুলিশ

খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতাকে মাথায় গুলি

খুলনা ওয়াসার দুর্নীতি: ঘুষে বন্ধ বকেয়া বিলের চাপ

‘স্যাক্রোলাইটিস’ রোগে আক্রান্ত: মেধাবী ছাত্রী আসফির বাঁচার আকুতি

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই