হোম > সারা দেশ > সাতক্ষীরা

সুন্দরবন দিয়ে পুশ ইন করা ৭৮ ব্যক্তির মধ্যে ভারতীয় ৪ জন

সাতক্ষীরা প্রতিনিধি

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়িয়া সীমান্ত দিয়ে পুশ ইন ব্যক্তিরা। ফাইল ছবি

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়িয়া সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দুই দফায় পুশ ইন ৭৮ জনের মধ্যে ৭৪ জন বাংলাদেশি এবং চারজন ভারতীয় নাগরিক বলে শনাক্ত হয়েছে।

গত শুক্রবার বিকেলে ভারতীয় একটি জাহাজ ও স্পিডবোটে বিএসএফ ও ভারতের নৌবাহিনী ৭৮ ব্যক্তিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মান্দারবাড়িয়া ফরেস্ট টহল ফাঁড়ির কাছে একটি চরে নামিয়ে দিয়ে যায়। পরে তাঁরা হেঁটে মান্দারবাড়িয়া টহল ফাঁড়িতে গিয়ে আশ্রয় নেন।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রনী খাতুন জানান, আকস্মিকভাবে ৭৮ ব্যক্তিকে বঙ্গোপসাগরের তীরবর্তী নির্জন এলাকায় ফেলে যাওয়ার ঘটনা সবাইকে বিস্মিত করে। পরবর্তীকালে বন বিভাগের সহায়তায় এসব মানুষকে মান্দারবাড়িয়া টহল ফাঁড়িতে আশ্রয় দেওয়া হয়। সুস্থ রাখার জন্য শুকনা খাবার ও চাল, ডাল এবং শুকনা খাবারসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পাঠানো হয়।

রিভারাইন বিজিবির অধিনায়ক লে. কমান্ডার সৈয়দ আব্দুর রউফ জানান, পুশ ইন করা ব্যক্তিদের মধ্যে ৭৪ জন বাংলাদেশি এবং চারজন ভারতীয়। আজ রোববার দুপুর আড়াইটার দিকে সমুদ্রপথে তাঁদের মোংলায় নেওয়া হয়। পরবর্তীকালে এসব ব্যক্তির নিয়ে জাহাজটি শ্যামনগরের উদ্দেশে রওনা হয়। তাঁদের শ্যামনগর থানায় হস্তান্তরের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক