হোম > সারা দেশ > সাতক্ষীরা

মাছ ধরা নিয়ে চার ভাইয়ের সংঘর্ষ, প্রাণ গেল ১ জনের

সাতক্ষীরা প্রতিনিধি

নিহত ব্যক্তির স্বজনদের আহাজারি। ছবি: আজকের পত্রিকা

সাতক্ষীরার কলারোয়ায় মাছ ধরাকে কেন্দ্র করে চার ভাইয়ের মধ্যে সংঘর্ষে মোশাররফ হোসেন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরেক ভাই আবুল হোসেন।

আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার বোয়ালিয়া গ্রামের শেখপাড়ায় এ ঘটনা ঘটে। আহত আবুল হোসেনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সোহরাব হোসেন ও আশরাফ হোসেনকে আটক করেছে।

নিহত মোশাররফ হোসেন বোয়ালিয়া শেখপাড়ার মৃত ফজর আলীর মেজ ছেলে।

আবুল হোসেনের ছেলে আনিসুর রহমান জানান, শেখপাড়ার পাশের একটি খালে আজ বেলা ১১টার দিকে মোশাররফ হোসেন মাছ ধরছিলেন। এ সময় সোহরাব হোসেন খালের ওই জায়গা তাঁর জমির সামনে বলে ভাইকে মাছ ধরতে নিষেধ করেন। এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে সোহরাব বাড়ি থেকে ছুরি নিয়ে এসে ভাইয়ের গলায় পোচ মারেন ও পেটে ঢুকিয়ে দেন। খবর পেয়ে তাঁদের অপর দুই ভাই আবুল হোসেন ও আশারাফ হোসেন ঘটনাস্থলে যান। আবুল হোসেন প্রতিবাদ জানালে সোহরাব তাঁকেও ছুরিকাঘাত করেন। এতে ছুরিকাঘাত হয়ে দুই ভাই গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে মোশররফ হোসেন মারা যান।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সোহরাব হোসেন ও আশরাফ হোসেনকে আটক করেছে। মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কুষ্টিয়ায় নিজ বাড়িতে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

নির্বাচনী প্রচারে গিয়ে কুকুরের কামড়ে আহত গণসংহতি আন্দোলনের নেতা

খুলনায় গলায় ফাঁস দিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা

জামায়াতের কৃষ্ণের চ্যালেঞ্জ অনেক

প্রতিবেশীর বাড়ি থেকে শিশুর মরদেহ উদ্ধার: হত্যাকারীর ফাঁসির দাবিতে সড়ক অবরোধ

‘আদালতে হাজিরা দিতে এসে লাশ হয়ে ফিরলে কার কাছে বিচার চাইব’

খুলনায় জোড়া খুন: আসামিদের ভয়ে সন্ত্রস্ত পরিবার, পুলিশের মামলা অজ্ঞাতনামাদের বিরুদ্ধে

পূর্ব সুন্দরবনে অভয়ারণ্যের খালে মাছ ধরার অভিযোগে ১০ জেলে গ্রেপ্তার

গল্লামারী সেতুর নির্মাণকাজ দ্রুত সম্পন্নের দাবিতে ১ ঘণ্টা ‘অচল কর্মসূচি’

খুলনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু