বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি যাওয়া ২০০ কেজি তামার তার ও একটি তার কাটার যন্ত্র উদ্ধার করেছে আনসার সদস্যরা। আজ বৃহস্পতিবার সকালে জেটি গেট এলাকা থেকে এই তার উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করতে পারেনি তারা।
৩ আনসার ব্যাটালিয়ন রূপসার অধিনায়ক চন্দন দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০০ কেজি তামার তার ও একটি তার কাটার যন্ত্র উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য তিন লাখ টাকা।’
তিনি আরও বলেন, ‘তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। এই নিয়ে গেল এক বছরে প্রায় ৬১ লাখ টাকার চোরাই মালামাল উদ্ধার এবং ৪১ জন চোরাকারবারিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।’