হোম > সারা দেশ > ঝিনাইদহ

শৈলকুপায় স্কুলশিক্ষার্থীর বিষপানে ‘আত্মহত্যা’

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় তমা ঘোষ নামে এক স্কুলশিক্ষার্থী বিষপানে ‘আত্মহত্যা’ করেছে। আজ মঙ্গলবার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এর আগে সোমবার রাতে উপজেলার মহিষাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। 

তমা ঘোষ (১৬) মহিষাডাঙ্গা গ্রামের নির্মল ঘোষের মেয়ে। সে উপজেলার ধাওড়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। চলতি অর্ধ-বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করছিল। আজ (মঙ্গলবার) তার ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ গ্রহণের কথা ছিল বলে জানান তার স্কুলের শিক্ষকেরা। 

তমার বাবা নির্মল ঘোষ আজকের পত্রিকাকে বলেন, তিনি মাঠে কৃষি কাজ করেন। তার মেয়ে তমা ধাওড়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। প্রতিদিনের মতো সোমবার রাত সাড়ে ৮টার দিকে মেয়ে ও ছেলের সঙ্গে খাবার খেয়ে ঘুমাতে যান। মেয়ে নির্দিষ্ট রুমে পড়তে চলে যায়। 

তিনি আরও বলেন, রাত ১১টার দিকে হঠাৎ মেয়ের রুমে বমির শব্দ। গিয়ে দেখি বিষের গন্ধ। সঙ্গে সঙ্গে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ তবে কী কারণে তার মেয়ে বিষপান করেছে তা তিনি জানাতে পারেননি। 

ধাওড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মখলেচুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘তমা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। সোমবারও সে অর্ধ বার্ষিক পরীক্ষায় অংশ গ্রহণ করে। আজ ছিল ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা। সে খুব নম্র স্বভাবের মেয়ে।’ কি কারণে এমন ঘটনা তা তিনি বুঝতেই পারছেন না বলে জানান। 

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, মহিষাডাঙ্গা গ্রামে অজ্ঞাত কারণে তমা নামের এক শিক্ষার্থী বিষপানে আত্মহত্যার ঘটনা ঘটেছে।’ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার