হোম > সারা দেশ > খুলনা

সারা দেশে বন্ধ পাটকল রাষ্ট্রীয় মালিকানায় চালুর দাবি

খুলনা প্রতিনিধি

সারা দেশে বন্ধ পাটকল রাষ্ট্রীয় মালিকানায় চালুসহ নয় দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ। আজ সোমবার খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন–নাগরিক পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট কুদরত-ই-খুদা। উপস্থিত ছিলেন–যুগ্ম-আহ্বায়ক মোজাম্মেল হক খান ও জনার্দন দত্ত নান্টু, সদস্যসচিব এস এ রশীদ, সদস্য মুনীর চৌধুরী সোহেল, সুতপা বেদজ্ঞ প্রমুখ। 

দাবিগুলো হচ্ছে-(ক) সারা দেশে বন্ধ থাকা পাটকল রাষ্ট্রীয় মালিকানায় চালুসহ তৎকালীন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) প্রস্তাবনা অনুযায়ী সাড়ে ৬ হাজার কোটি টাকায় শ্রমিক বিদায় নয়, ১২০০ কোটি টাকা ব্যয় করে মিলসমুহ আধুনিকায়নের প্রস্তাব বিবেচনা করা। 

 (খ) দ্রুত সময়ের মধ্যে খালিশপুর, দৌলতপুর, জাতীয়, কেএফডি এবং আর আর জুট মিলের শ্রমিকদের বকেয়া পাওনাসহ ২০১৫ সালের মজুরি কমিশন অনুযায়ী নয়টি উৎসব বোনাসের ডিফারেন্স বা বর্ধিত অংশ, ২০২০ সালের ঈদুল আজহার বোনাস, তিনটি বকেয়া বৈশাখী ভাতা, সাপ্তাহিক ৪৮ ঘণ্টার অধিক হাজিরার এরিয়া বিল প্রদান এবং মিল চালু থাকায় ১ ও ২ জুলাই ২০২০ এর ইনক্রিমেন্টসহ সকল বেতন ও পাওনাদি পরিশোধ। 

 (গ) মাথাভারী প্রশাসন ও দুর্নীতির সঙ্গে যুক্ত বিজেএমসির সংস্কার করাসহ তৎকালীন মন্ত্রী, সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দুর্নীতির তদন্ত ও বিচার। 

 (ঘ) ইতিমধ্যে যে সকল রাষ্ট্রায়ত্ত পাটকল লিজ দেওয়া হয়েছে, সেগুলো বাতিল করে প্রজ্ঞাপন জারি। 

 (ঙ) ২০১০ সালের ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্ট কার্যকর করা। 

 (চ) কাঁচাপাট সরাসরি রপ্তানি বন্ধ ঘোষণা। 

 (ছ) ব্যক্তিমালিকানাধীন পাটকল শ্রমিকদের চাকরি স্থায়ীকরণ, শিশুশ্রম নিয়োগ বন্ধ এবং দৈনিক ন্যূনতম মজুরি ৫০০ টাকা নির্ধারণ। 

 (জ) আন্দোলনরত শ্রমিকদের বিরুদ্ধে মিল কর্তৃক যে সকল ফৌজদারি মামলা রয়েছে সেগুলো প্রত্যাহার, শ্রমিকেরা তাদের পাওনা পরিশোধের জন্য মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে যে সকল মামলা করেছে অনতিবিলম্বে সেগুলি নিষ্পত্তি করে তাদের পাওনাদি পরিশোধ। 

 (ঝ) খুলনায় আন্দোলন চলাকালীন শ্রমিক ও নাগরিক নেতাদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা (খানজাহান আলী থানা, মামলা নম্বর ১০, তারিখ ১৯-১০-২০২০ ও মামলা নম্বর ৫-৪-৪,২০১৯ দৌলতপুর থানা ৩৯৪ পেন্ডিং মিস কেস) প্রত্যাহার।

জামায়াতের কৃষ্ণের চ্যালেঞ্জ অনেক

প্রতিবেশীর বাড়ি থেকে শিশুর মরদেহ উদ্ধার: হত্যাকারীর ফাঁসির দাবিতে সড়ক অবরোধ

‘আদালতে হাজিরা দিতে এসে লাশ হয়ে ফিরলে কার কাছে বিচার চাইব’

খুলনায় জোড়া খুন: আসামিদের ভয়ে সন্ত্রস্ত পরিবার, পুলিশের মামলা অজ্ঞাতনামাদের বিরুদ্ধে

পূর্ব সুন্দরবনে অভয়ারণ্যের খালে মাছ ধরার অভিযোগে ১০ জেলে গ্রেপ্তার

গল্লামারী সেতুর নির্মাণকাজ দ্রুত সম্পন্নের দাবিতে ১ ঘণ্টা ‘অচল কর্মসূচি’

খুলনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

খুলনায় জোড়া হত্যা: বিলুপ্ত ‘ইহুদি’ বাহিনীর সদস্য আটক

ক্ষমতায় না গিয়েও অনেকে প্রশাসনিক ক্যুর চেষ্টা করছে: জামায়াত আমির

রাষ্ট্রদ্রোহ মামলায় খুলনা বারের সাবেক সভাপতি কারাগারে