হোম > সারা দেশ > খুলনা

ইবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৯ শিক্ষার্থীর নামে মামলা, গ্রেপ্তার ৫

ইবি প্রতিনিধি 

প্রতীকী ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগে নয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় ইবি থানায় ভুক্তভোগী ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নবীন শিক্ষার্থী মো. তারেক বাদী হয়ে মামলাটি করেন। গতকাল সোমবার মধ্যরাত থেকে পুলিশি হেফাজতে থাকা পাঁচজনকে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার আসামিরা হলেন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের সাব্বির হোসেন, শেহান শরীফ শেখ, শরিফুল ইসলাম লিমন, কান্ত বড়ুয়া, জিহাদ, শফিউল্লাহ, তরিকুল, মুকুল ও ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের সঞ্চয় বড়ুয়া। তাঁদের মধ্যে থানায় আটক ছিলেন সাব্বির, শেহান, লিমন, কান্ত ও সঞ্জয়।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ফরিদ উদ্দীন আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন।

গত ২ নভেম্বর থেকে বিভাগের কয়েকজন সিনিয়র শিক্ষার্থীর হাতে ক্রমাগত র‍্যাগিংয়ের শিকার হন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থী। ভুক্তভোগীদের পাঁচ রকম হাসি দিতে বলা হয়, বাজে ভাষায় কথা বলতে বলাসহ নাচতে বলা হয়। পরিচয় শেখানোর নামে যৌন বিকৃতিমূলক আচরণ করানো হয়। নীল ছবির বিভিন্ন চরিত্রসহ নানা অসৌজন্যমূলক আচরণ করা হয় এসব শিক্ষার্থীর সঙ্গে।

এদিকে এই ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হল প্রশাসন। কমিটি আগামী রোববারের মধ্যে প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আখতার হোসেন।

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক