খুলনায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল চোলাই মদ উদ্ধার করা হয়েছে। আজ বিকেলে নগরীর সদর থানাধীন স্টেশন রোডসংলগ্ন বার্মাশীল রোড এলাকায় অভিযান চালিয়ে ৩২৫ দশমিক ৫ লিটার মদ উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন লে. কমান্ডার এম রাশাদ মাহমুদ অংকন।
আটক ব্যক্তিরা হলেন রূপসা দূর্জনী মহলের আব্দুর রহিম মোল্লার ছেলে রফিকুল ইসলাম (৩০) ও খালিশপুর কাশিমপুর এলাকার মোক্তার মোল্যা (৪১)।
রাতে চোলাই মদসহ তাঁদের খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়। বর্তমানে উক্ত ঘটনার বিষয়ে খুলনা থানায় মাদক আইনে মামলা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান, রাতে যৌথ বাহিনীর সদস্যরা চোলাই মদসহ দুই ব্যক্তিকে থানায় হস্তান্তর করেছেন। তাঁদের বিরুদ্ধে খুলনা থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।