হোম > সারা দেশ > বাগেরহাট

মুরগির ঘর থেকে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রাম থেকে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল ৭টার দিকে অজগরটি উদ্ধার করা হয়। পরে বিকেলে সাপটি বন বিভাগের কর্মচারীদের উপস্থিতিতে বনে অবমুক্ত করা হয়।

জানা যায়, আজ সকালে হাঁস-মুরগির অস্বাভাবিক ডাকাডাকিতে বাড়ির লোকজনের ঘুম ভাঙে। বাড়ির কর্তা আবদুর রাজ্জাক হাওলাদার বুঝতে পারেন সাপ বা বনবিড়াল জাতীয় কিছু একটা তাঁদের মুরগির ঘরে ঢুকেছে। তিনি এগিয়ে গিয়ে মুরগির ঘর খুলতেই দেখেন ভেতরে রয়েছে বিশাল এক অজগর। অজগরটি তিনটি রাজহাঁস এবং একটি পাতিহাঁস খেয়ে শুয়ে ছিল। 

তাৎক্ষণিক আবদুর রাজ্জাক হাওলাদার সুন্দরবন সুরক্ষায় নিয়োজিত কমিউনিটি প্যাট্রোলিং গ্রুপের (সিপিজি) দলনেতা মো. খলিল জমাদ্দারকে মোবাইল ফোনে বিষয়টি জানান। খবর পেয়ে সিপিজির দলনেতা সদস্য ফারুক, বাবুসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে সকাল ৭টার দিকে ওই বাড়ি থেকে অজগরটি উদ্ধার করেন।

এ বিষয়ে মো. খলিল জমাদ্দার বলেন, অজগরটি তিনটি রাজহাঁস এবং একটি পাতিহাঁস খেয়ে নড়াচড়া করার মতো অবস্থায় ছিল না। হাঁসগুলো খেয়ে হজম করতে পারেনি। মুরগির ঘর থেকে সাপটি বের করে আনলে এর মুখ থেকে চারটি হাঁসের মরদেহ বেরিয়ে আসে। অজগরটি ওজন প্রায় ১৬ কেজি। বিকেলে বন বিভাগের কাছে অজগরটি হস্তান্তর করা হয়। পরে বন বিভাগের কর্মচারীদের উপস্থিতিতে অজগরটি বনে অবমুক্ত করা হয়। 

পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. আসাদুজ্জামান বলেন, আজ সকালে লোকালয় থেকে সিপিজির সদস্যরা একটি অজগর উদ্ধার করেন। সেটি বিকেলে অফিসসংলগ্ন বনে অবমুক্ত করা হয়।

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক