হোম > সারা দেশ > ঝিনাইদহ

শৈশবে মা-বাবার বিচ্ছেদ, কৈশোরে ঝুলন্ত লাশ

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

সাকিব মণ্ডলের বয়স ১৭ বছর। শৈশবে মা-বাবার বিচ্ছেদ হওয়ায় ১২ বছরই কাটিয়েছে নানাবাড়িতে। গতকাল বৃহস্পতিবার তার ঝুলন্ত লাশ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার মানিকদিহি গ্রামে। কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানিয়েছেন, ‘ছেলেটি মনঃকষ্টের কারণে আত্মহত্যা করতে পারে।’

সাকিবের বাবা আলামিন মণ্ডল বলেন, ‘সাকিব হোসেন আমার প্রথম পক্ষের স্ত্রীর ছেলে। গেল ১০-১২ বছর হলো ওই স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে আমার। ছেলে প্রায় সময় মানিকদিহি গ্রামে নানাবাড়িতে থাকত। মাঝেমধ্যে আমার কাছে আসত, আবার মায়ের কাছেও থাকত। গেল ঈদেও আমার কাছ থেকে খরচের টাকা নিয়েছে। সে গ্যারেজে মিস্ত্রির কাজ করত। কোনো সমস্যা ছিল না, হঠাৎ কেন গলায় ফাঁস নিল বুঝতে পারছি না।’

প্রতিবেশীরা জানান, মা-বাবার বিচ্ছেদ হয়েছে ১২ বছর আগে। সে দীর্ঘদিন ধরে অনেকটা অবহেলা আর কষ্টে বড় হয়েছে। তবে কেন গলায় ফাঁস দিয়েছে, সে বিষয়ে কোনো সদুত্তর নাই তাঁদের কাছে।

এ ব্যাপারে কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, ওই ছেলে মামার বাড়ি মানিকদিহি গ্রামে থাকত। গতকাল বৃহস্পতিবার রাতে সাকিব তার শোয়ার ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেয়। বেশ আগে তাঁর মা-বাবার বিচ্ছেদ হয়েছে। বর্তমানে সে তার মামার বাড়ি থাকত। অনেকটা মনঃকষ্টে গলায় ফাঁস দিয়েছে বলে জানা গেছে।

এসআই আরও বলেন, তাঁর গলায় একটা দাগ আছে। এ ছাড়া শরীরের আর কোথাও কোনো চিহ্ন নাই। সাকিবের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মাগুরায় ভোটকেন্দ্রের ক্যামেরা দিনে স্থাপন, রাতেই ভাঙচুর

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য