হোম > সারা দেশ > ঝিনাইদহ

শৈশবে মা-বাবার বিচ্ছেদ, কৈশোরে ঝুলন্ত লাশ

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

সাকিব মণ্ডলের বয়স ১৭ বছর। শৈশবে মা-বাবার বিচ্ছেদ হওয়ায় ১২ বছরই কাটিয়েছে নানাবাড়িতে। গতকাল বৃহস্পতিবার তার ঝুলন্ত লাশ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার মানিকদিহি গ্রামে। কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানিয়েছেন, ‘ছেলেটি মনঃকষ্টের কারণে আত্মহত্যা করতে পারে।’

সাকিবের বাবা আলামিন মণ্ডল বলেন, ‘সাকিব হোসেন আমার প্রথম পক্ষের স্ত্রীর ছেলে। গেল ১০-১২ বছর হলো ওই স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে আমার। ছেলে প্রায় সময় মানিকদিহি গ্রামে নানাবাড়িতে থাকত। মাঝেমধ্যে আমার কাছে আসত, আবার মায়ের কাছেও থাকত। গেল ঈদেও আমার কাছ থেকে খরচের টাকা নিয়েছে। সে গ্যারেজে মিস্ত্রির কাজ করত। কোনো সমস্যা ছিল না, হঠাৎ কেন গলায় ফাঁস নিল বুঝতে পারছি না।’

প্রতিবেশীরা জানান, মা-বাবার বিচ্ছেদ হয়েছে ১২ বছর আগে। সে দীর্ঘদিন ধরে অনেকটা অবহেলা আর কষ্টে বড় হয়েছে। তবে কেন গলায় ফাঁস দিয়েছে, সে বিষয়ে কোনো সদুত্তর নাই তাঁদের কাছে।

এ ব্যাপারে কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, ওই ছেলে মামার বাড়ি মানিকদিহি গ্রামে থাকত। গতকাল বৃহস্পতিবার রাতে সাকিব তার শোয়ার ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেয়। বেশ আগে তাঁর মা-বাবার বিচ্ছেদ হয়েছে। বর্তমানে সে তার মামার বাড়ি থাকত। অনেকটা মনঃকষ্টে গলায় ফাঁস দিয়েছে বলে জানা গেছে।

এসআই আরও বলেন, তাঁর গলায় একটা দাগ আছে। এ ছাড়া শরীরের আর কোথাও কোনো চিহ্ন নাই। সাকিবের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার