হোম > সারা দেশ > খুলনা

মাগুরাকে মডেল জেলা হিসেবে গড়ে তুলব: সাকিব আল হাসান

মাগুরা প্রতিনিধি

সাকিব আল হাসান বলেছেন, ‘মাগুরা আমার জেলা। আমি এখানে এবার নৌকার মাঝি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন, আপনাদের সেবা করার জন্য। সবাই এক হয়ে আগামী দ্বাদশ সংসদ নির্বাচন করব বলে আপনাদের কাছে আশা করছি। আপনারা জেনে রাখুন, আমি নির্বাচিত হলে সারা দেশের মধ্যে মাগুরাকে অন্যতম একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলব।’

আজ মঙ্গলবার শহরের জামরুলতলায় জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

সাকিব আল হাসান মাগুরা–১ (শ্রীপুর, মাগুরা সদরসহ চার ইউনিয়ন–শতরুজিতপুর, গোপালগ্রাম, কুচিয়ামোড়া, বেরইল পলিতা) আসন থেকে এবার আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। এই প্রথম তিনি মাগুরা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় উপস্থিত হন।

সাকিব আরও বলেন, ‘আপনারা সবাই আমার এলাকার। আমার কোনো ভুল হলে তা ধরিয়ে দেবেন। আমি সবার পরামর্শকে শ্রদ্ধা করি। রাজনীতি যাঁরা করছেন তাঁরা আমার থেকে অভিজ্ঞ। আমি আপনাদের সঙ্গে নিয়ে মাগুরাকে এগিয়ে নিতে চাই।’

বর্ধিত সভায় আরও বক্তব্য দেন মাগুরা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীরেন শিকদার। বর্ধিত সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহসহ অন্য নেতারা।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার