হোম > সারা দেশ > খুলনা

মাগুরাকে মডেল জেলা হিসেবে গড়ে তুলব: সাকিব আল হাসান

মাগুরা প্রতিনিধি

সাকিব আল হাসান বলেছেন, ‘মাগুরা আমার জেলা। আমি এখানে এবার নৌকার মাঝি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন, আপনাদের সেবা করার জন্য। সবাই এক হয়ে আগামী দ্বাদশ সংসদ নির্বাচন করব বলে আপনাদের কাছে আশা করছি। আপনারা জেনে রাখুন, আমি নির্বাচিত হলে সারা দেশের মধ্যে মাগুরাকে অন্যতম একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলব।’

আজ মঙ্গলবার শহরের জামরুলতলায় জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

সাকিব আল হাসান মাগুরা–১ (শ্রীপুর, মাগুরা সদরসহ চার ইউনিয়ন–শতরুজিতপুর, গোপালগ্রাম, কুচিয়ামোড়া, বেরইল পলিতা) আসন থেকে এবার আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। এই প্রথম তিনি মাগুরা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় উপস্থিত হন।

সাকিব আরও বলেন, ‘আপনারা সবাই আমার এলাকার। আমার কোনো ভুল হলে তা ধরিয়ে দেবেন। আমি সবার পরামর্শকে শ্রদ্ধা করি। রাজনীতি যাঁরা করছেন তাঁরা আমার থেকে অভিজ্ঞ। আমি আপনাদের সঙ্গে নিয়ে মাগুরাকে এগিয়ে নিতে চাই।’

বর্ধিত সভায় আরও বক্তব্য দেন মাগুরা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীরেন শিকদার। বর্ধিত সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহসহ অন্য নেতারা।

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা