হোম > সারা দেশ > নড়াইল

আওয়ামী লীগকে আবারও বিজয়ী করতে হবে: মাশরাফি

নড়াইল প্রতিনিধি

ভবিষ্যতে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশে আরও উন্নয়ন হবে বলে মন্তব্য করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মাশরাফি বিন মর্তুজা। 

আজ রোববার বিকেলে নড়াইল টাউন কালীবাড়ি মন্দিরে জেলা পূজা উদ্‌যাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারও বিজয়ী করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত দিনে দেশে যে উন্নয়ন হয়েছে, ভবিষ্যতে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশে আরও উন্নয়ন হবে।’ 

তিনি বলেন, ‘আমি জানি নড়াইলের মানুষ সব সময় আওয়ামী লীগের সঙ্গে আছেন। বঙ্গবন্ধুর সময় থেকে আপনারা ছিলেন, এখন শেখ হাসিনার সঙ্গেও আছেন, ভবিষ্যতেও থাকবেন।’ 

মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘প্রধানমন্ত্রী দেশের সব সেক্টরে সমানভাবে অবদান রেখে চলেছেন। সবাই আমরা আপনাদের সঙ্গে আছি। আপনাদের নেগেটিভ কিছু হবে, এমন ভাবার কিছুই নেই।’ 

এ ছাড়া নড়াইল-২ সংসদীয় আসনের যে কয়টি মণ্ডপে দুর্গাপূজা হবে সব কয়টিতে সিসিটিভির ব্যবস্থা করে দেবেন বলেও জানান এই সংসদ সদস্য। 

জেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি অশোক কুমার কুন্ডুর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার সাদিরা খাতুন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, পৌর মেয়র আঞ্জুমান আরা। 

এ ছাড়া বিভিন্ন পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতারাও উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, এ বছর জেলার তিনটি উপজেলায় মোট ৫৭১টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে