হোম > সারা দেশ > বাগেরহাট

চিতলমারীতে চাঁদাবাজি মামলার আসামি কচিকে যুবলীগ থেকে বহিস্কার

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে চাঁদাবাজি মামলার প্রধান আসামি মো. কচি সরদারকে (৪৫) যুবলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। চিতলমারী উপজেলা যুবলীগের আহ্বায়ক শেখ মো. নজরুল ইসলাম ও যুগ্ম-আহ্বায়ক শেখ মাহাতাবুজ্জামান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।

আজ বুধবার সন্ধ্যায় চিতলমারী উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শেখ মাহাতাবুজ্জামান এসব তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগের আরও কয়েকজনকে বহিষ্কার করা হবে।

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে বীর মুক্তিযোদ্ধা ও শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ এক বছরের জন্য নালুয়া হাট-বাজারের ইজারা পান। আবুল কালাম আজাদ তাঁর ভাগনে মো. রমজানকে নিয়ে উপজেলা পরিষদ থেকে বের হলে উপজেলা আওয়ামী যুবলীগ সদস্য মো. কচি সরদার ও ছাত্রলীগ নেতা ফেরদৌসের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল তাঁদের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে।

চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে গতিরোধকারীরা আবুল কালাম আজাদ ও তাঁর ভাগনে মো. রমজানকে মারপিট করে। এ সময় তাঁরা মারপিট ঠেকাতে ৩০ হাজার টাকা চাঁদা পরিশোধ করেন। এসব অভিযোগ তুলে ধরে ২৪ ফেব্রুয়ারি রাতে শিবপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো. রমজান বাদী হয়ে মো. কচি সরদারকে প্রধান আসামি করে ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি ফেরদৌসসহ ৫ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন।

মাগুরায় ভোটকেন্দ্রের ক্যামেরা দিনে স্থাপন, রাতেই ভাঙচুর

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য