হোম > সারা দেশ > বাগেরহাট

মাইক্রোবাস-ট্রাক-ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৩ 

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় মাইক্রোবাস-ট্রাক-ব্যাটারিচালিত ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে সিনহা খাতুন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এতে তাজমীর খাতুন (৪) নামে আরেক শিশু গুরুতর আহত হয়। তারা যমজ বোন। এ ঘটনায় শিশু দুটির বাবা মো. সেলিম শেখ ও তাঁর স্ত্রীসহ মোট তিনজন আহত হয়। তাদের বাড়ি উপজেলার বৈলতলী গ্রামে।

আজ বুধবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের টাউন নওয়াপাড়া বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাটাখালী হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভ্যানচালক মো. সেলিম শেখ তাঁর স্ত্রী ও দুই যমজ শিশুসহ কাটাখালী থেকে নিজস্ব ভ্যানে বাড়ি ফিরছিলেন। টাউন নওয়াপাড়া বাজারের কাছে পৌঁছালে পাথরবোঝাই একটি ট্রাক অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে ভ্যানটি ছিটকে ট্রাকের ওপর আছড়ে পড়ে। এ সময় মায়ের কোলে থাকা শিশু সিনহা খাতুন ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। অপর শিশু তাজমীর খাতুন রাস্তার ওপর পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পায়। আহত শিশু, তার বাবা সেলিম শেখ ও মা সাবিয়া বেগমকে স্থানীয়রা উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাধন কুমার মিস্ত্রি বলেন, ‘আহত শিশুটি মাথায় গুরুতর আঘাত পেয়েছে। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলেও তারা সেখানে যেতে চাইছে না।’

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘শিশু সিনহা খাতুনের মরদেহ থানায় রাখা হয়েছে। মাইক্রোবাসটি পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।’

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি