হোম > সারা দেশ > খুলনা

খুলনায় গতবারের চেয়ে ২২ হাজার ভোট কম পেয়েছে নৌকা

নিজস্ব প্রতিবেদক, খুলনা থেকে 

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী তালুকদার আব্দুল খালেক। দ্বিতীয় মেয়াদে নগরভবনে বসতে যাচ্ছেন তিনি। তবে আওয়ামী লীগের এই নেতা নৌকা প্রতীকে গতবারের চেয়ে ২২ হাজার ৭৭ ভোট কম পেয়েছেন। 

২০১৮ সালের নির্বাচনে খুলনা সিটি করপোরেশনের মোট ভোটার ছিল ৪ লাখ ৯৩ হাজার ৯৩ জন। মোট ভোট পড়েছিল ৫৭ শতাংশ। সেসময় নির্বাচনে আওয়ামী লীগের তালুকদার খালেক পেয়েছিলেন ১ লাখ ৭৬ হাজার ৯০২ ভোট ও বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু পেয়েছিলেন ১ লাখ ৯ হাজার ২৫১ ভোট। 

ওই নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুজ্জাম্মিল হক ১৪ হাজার ৩৬৩ ভোট পান। জাতীয় পার্টির এসএম মুশফিকুর রহমান পেয়েছিলেন ১ হাজার ৭২ ভোট।

তবে এবার ইসলামী আন্দোলন ও জাতীয় পার্টির প্রার্থী বদলেছেন। যুক্ত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। বিএনপি ও জামায়াত নির্বাচনে অংশ নেয়নি।

এবার খুলনা সিটি করপোরেশন নির্বাচনে তালুকদার আব্দুল খালেক ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের প্রার্থী হাতপাখা প্রতীকে পেয়েছেন ৬০ হাজার ৬৪ ভোট।

খুলনায় এবার ভোট পড়েছে ৪৮ দশমিক ১৭ শতাংশ। জাকের পার্টির গোলাপফুল প্রতীকে এসএম সাব্বির হোসেন পেয়েছেন ৬ হাজার ৯৬ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী দেয়ালঘড়ি প্রতীকে এসএম শফিকুর রহমান মুশফিক পেয়েছেন ১৭ হাজার ২১৮ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী শফিকুল ইসলাম মধু পেয়েছেন ১৮ হাজার ৭৪ ভোট। 

তবে ইসলামী আন্দোলন ও জাতীয় পার্টির প্রার্থী এবারের ফলাফল প্রত্যাখ্যান করেছেন।

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ