হোম > সারা দেশ > যশোর

কেশবপুরে ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে দিলেন বিএনপি নেতা-কর্মীরা

কেশবপুর (যশোর) প্রতিনিধি

কেশবপুরের ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

যশোরের কেশবপুরের ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা।

শনিবার (৩১ মে) বেলা ১১টার দিকে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা ইউপি চেয়ারম্যানকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে তাঁর কক্ষে তালা ঝুলিয়ে দেন। এ ছাড়া তাঁর অপসারণের দাবিতে বিক্ষোভ করেন। তবে ইউপি চেয়ারম্যান জানান, তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিএনপির কতিপয় নেতা-কর্মী এ কাজ করেছেন।

ত্রিমোহিনী ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন বলেন, ‘বিএনপির পক্ষ থেকে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমরা এই চাবি এখন উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপিসহ হস্তান্তর করব। আমরা চাই আওয়ামী লীগের দোসর ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আর না থাকুক, এখানে প্রশাসক নিয়োগ হোক।’

কেশবপুর উপজেলা বিএনপির সহসভাপতি ও সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু বলেন, ‘সরকারি স্থাপনায় যেন কোনো ক্ষতি না হয়। এ ছাড়া এখানে যেন কোনো বিশৃঙ্খলা না হয়, সে কারণে পাশের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে এখানে এসেছিলাম।’

কেশবপুরের ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আনিছুর রহমান বলেন, ‘শনিবার ইউনিয়ন পরিষদ বন্ধ ছিল। এ সুযোগে বিএনপির কতিপয় নেতা-কর্মী পরিষদে এসে আমার নামীয় সাইনবোর্ড ও কক্ষের তালা ভেঙে ফেলেছে। আমি ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে সর্বস্তরের জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হই। মূলত আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তারা এ কাজটি করছে। নেতৃত্বে ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি ও সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু এবং ত্রিমোহিনী ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।’

কেশবপুরের ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) খান শরিফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় ইউনিয়নে পরিষদের চেয়ারম্যানের কক্ষের তালা ভেঙে নতুন তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঘটনার সময় ইউপি চেয়ারম্যানের কোনো লোকজন সেখানে ছিল না। পরিবেশ শান্ত রয়েছে।’

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে