হোম > সারা দেশ > বাগেরহাট

অবরোধের প্রভাব পড়েছে সুন্দরবনে, কমেছে পর্যটক

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের প্রভাব পড়েছে বাগেরহাটের শরণখোলার পূর্ব সুন্দরবনে। বছরের এই সময় পর্যটন মৌসুম হলেও প্রায় পর্যটকশূন্য। ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের প্রাণ-প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন দেশি-বিদেশি পর্যটক। কিন্তু বিগত কয়েক দিনের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে দেখা মিলছে না ভ্রমণপিপাসুদের। 

সুন্দরবনের ট্যুরিজম ব্যবসায়ী রহিম হাওলাদার, রাসেল বয়াতী জানান, অক্টোবরের শেষ সপ্তাহ থেকে এখানকার পর্যটনের ভরা মৌসুম। কিন্তু এ বছর অক্টোবরের শেষে রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হয়েছে। বিভিন্ন কর্মসূচি, হরতাল-অবরোধের কারণে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে সুন্দরবনের পর্যটন খাতে। সহিংসতার আশঙ্কায় ভ্রমণে আগ্রহ হারিয়েছেন দেশি-বিদেশি পর্যটকেরা। 

একাধিক ট্যুর অপারেটর জানান, হরতাল-অবরোধের কারণে তাঁদের সব শিডিউল স্থগিত হয়ে গেছে। রাজনৈতিক স্থিতিশীলতা না আসা পর্যন্ত বুকিং পাওয়ার সম্ভাবনাও নেই। এতে তাঁরা বড় অঙ্কের লোকসানের মুখে পড়তে যাচ্ছেন। 

সুন্দরবনের করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবীর বলেন, প্রতিদিনই সুন্দরবন দেখতে আসেন ৩০০ থেকে ৫০০ পর্যটক। কিন্তু হঠাৎ করে হরতাল-অবরোধ শুরু হওয়ায় স্থানীয় আশপাশের তেমন কোনো পর্যটকও নেই। আজ দুপুর পর্যন্ত মাত্র ৭ থেকে ১২ জন এসেছেন। অথচ এমন দিনগুলো শত শত পর্যটকের ভিড় লেগেই থাকত। প্রতিবছর শীত মৌসুমের পর বিভিন্ন উৎসবে পর্যটকে ঠাসা থাকে সুন্দরবন। কিন্তু এবারের চিত্র ভিন্ন হতে পারে। 

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহাবুব হাসান বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকেরা সুন্দরবনে আসেন। কিন্তু হরতাল-অবরোধের কারণে তারা আসতে পারছেন না। এতে পর্যটন খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার