বাগেরহাটের রামপালে তক্ষকসহ আটক চারজনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিবুল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
এর আগে মঙ্গলবার রাতে উপজেলার বুঝবুনিয়া মন্দিরের সামনে থেকে ১৫ ইঞ্চি লম্বা একটি তক্ষকসহ ওই চারজনকে আটক করে পুলিশ।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে তক্ষকসহ চার প্রতারককে আটক করা হয়েছে। পরবর্তী সময় প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের নির্দেশে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।’