হোম > সারা দেশ > খুলনা

খুলনায় করোনার কিট সংকট, পরীক্ষা বন্ধের আশঙ্কা

খুলনা প্রতিনিধি

ছবি: সংগৃহীত

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষায় কিট সংকট দেখা দিয়েছে। বর্তমানে হাসপাতালে মাত্র ৫১টি র‍্যাপিড অ্যান্টিজেন কিট মজুত রয়েছে। চলতি সপ্তাহে নতুন কিট না আসলে আগামী সপ্তাহে করোনা পরীক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. মিজানুর রহমান জানান, আগে ৬০টি কিট মজুত ছিল, এর মধ্যে কিছু ইতিমধ্যে ব্যবহার করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে ৪০০ কিটের চাহিদাপত্র পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে আগামী বৃহস্পতিবারের মধ্যে নতুন কিট এসে পৌঁছাবে। তবে পিসিআর ল্যাব বিকল থাকায় বর্তমানে শুধুমাত্র র‍্যাপিড অ্যান্টিজেন কিট দিয়েই পরীক্ষা চালানো হচ্ছে।

প্রতিদিন গড়ে ৮-১০ জন রোগী নমুনা পরীক্ষা করতে আসছেন বলে জানিয়েছেন তিনি। তবে কিট সংকট ও নমুনা পরীক্ষায় আগ্রহ কমে যাওয়ায় এই সংখ্যা আরও কমে যেতে পারে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড-১৯ ইউনিটের ফোকাল পার্সন ডা. খান আহমেদ ইশতিয়াক বলেন, করোনাভাইরাস রোগীদের জন্য হাসপাতালটিতে ৪০টি শয্যা প্রস্তুত রয়েছে, এর মধ্যে ১০টি আইসিইউ বেড। তবে এখন পর্যন্ত খুলনা অঞ্চলে করোনায় আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি। যদিও কিছু রোগীর মাঝে উপসর্গ দেখা গেছে, তবে তা নিশ্চিতভাবে করোনা বলা যাচ্ছে না।

তিনি আরও জানান, রোববার ১৫টি এবং সোমবার দুপুর পর্যন্ত ৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ৪৮ ঘণ্টায় মোট ২৪টি পরীক্ষা সম্পন্ন হয়েছে। বর্তমানে ৫১টি কিট মজুত রয়েছে। নতুন কিট পেলে আপাতত সংকট থাকবে না বলে আশা করছেন তিনি।

হাসপাতাল সূত্র জানায়, ২০২০ সাল থেকে এ পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত প্রায় ১৩ হাজার রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এর মধ্যে ১ হাজারেরও বেশি রোগী প্রাণ হারিয়েছেন।

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা