হোম > সারা দেশ > সাতক্ষীরা

পাটকেলঘাটায় গাছে গাছে আমের গুটি, লাভের আশায় কৃষক

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

চলছে আমের মৌসুম। আমের মুকুল থেকে এখন ছোট-ছোট আমের দেখা মিলছে গাছে গাছে। একই পরিস্থিতি সাতক্ষীরার পাটকেলঘাটার আমগাছগুলোতেও। স্থানীয়দের ভাষায় এই ছোট্ট আমকে বলা হয় ‘আমের গুটি’। এখনো পর্যন্ত প্রাকৃতিক আবহাওয়া অনুকূলে থাকায় আমের গুটির ধরন থেকে ভালো ফলন পাওয়ার আশা করছেন এই এলাকার আমচাষিরা।

উপজেলা কৃষি অফিস বলছে, নিজেদের ও স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে পাটকেলঘাটার আম বিদেশে রপ্তানিও করা হয়। নানান প্রজাতের ও নামের আম চাষ হয় এই এলাকায়। গোপালভোগ, হিমসাগর, রুপালী, মল্লিকাসহ উৎপাদন হয় বিভিন্ন জাতের আম। বিগত বছরগুলোতে বিদেশে রপ্তানি করে এ অঞ্চলে অর্থনৈতিক পরিবেশে পরিবর্তন এসেছে অনেক কৃষকের। অনেকেই বাণিজ্যিকভাবে আম চাষ করে স্বাবলম্বী হয়েছেন।

উপজেলার পাটকেলঘাটা গ্রামের মৌসুমি আমচাষি ও ব্যবসায়ী ফারুক হোসেন বলেন, ‘আমের মৌসুমে শুরু থেকে এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে। এটা অব্যাহত থাকলে এবারও আমের বাম্পার ফলন ও উৎপাদনে লাভের মুখ দেখা যেতে পারে। তবে অনেক দিন বৃষ্টির প্রভাব না ধাকায় আমের গুটি ঝরতে শুরু করেছে।’

একই এলাকার আম চাষি মজনু মোড়ল আজকের পত্রিকাকে বলেন, ‘অনেকে নিজেদের আম গাছের পাশাপাশি অন্যদের আম গাছ লিজ নিয়ে থাকেন। সেটা ছাড়াও পোকা-মাকড় মুক্ত রাখতে ওষুধ, স্প্রে থেকে শুরু করে আম গাছের পরিচর্যা ও ফলনের পর সেটা বাজারজাতকরণ পর্যন্ত অনেক পরিশ্রম ও খরচ হয়। ভালো ফলন ও শেষ পর্যন্ত উৎপাদন ঠিকঠাক থাকলে লাভবান হন আমচাষিরা।’

এ বিষয়ে তালা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাজিরা বেগম জানান, ‘এ বছর উপজেলায় ৬৫০ হেক্টর জমিতে আমের ফলন হচ্ছে। অনেকে বাণিজ্যিকভাবে আম চাষ করে আবার অনেক বাগান কিনে পরিচর্যা করে লাভবান হচ্ছেন। প্রতিবছর এ উপজেলায় প্রতি হেক্টরে প্রায় ১৫ মেট্রিক টনের মতো ফলন হয়।’

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত