হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটে বাসচাপায় সাবেক পৌর কাউন্সিলর নিহত

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে বাসচাপায় সাবেক পৌর কাউন্সিলর ও পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনি (৬০) নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে চাপা দেওয়া বাসটিকে জব্দ করেছে পুলিশ। 

আজ শনিবার সন্ধ্যায় বাগেরহাট-খুলনা মহাসড়কের লখপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত মনিরুজ্জামান মনি বাগেরহাট শহরের সরুই এলাকার মো. নুর মোহাম্মাদ মল্লিকের ছেলে। তিনি বাগেরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। 

স্থানীয় বাসিন্দা ও পুলিশ বলছে, নিহত মনি ভাড়ার মোটরসাইকেলে খুলনা যাচ্ছিলেন। লখপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয় এবং ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক তাঁর নাম পরিচয় পাওয়া যায়নি। 

এ বিষয়ে কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান শেখ আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে। চাপা দেওয়া বাসটি জব্দ করা হয়েছে।’ 

এ দিকে পৌর বিএনপির এই নেতার মৃত্যুতে জেলা বিএনপির আহ্বায়ক  এটিএম আকরাম হোসেন তালিম ও সাবেক সভাপতি এমএ সালামসহ নেতৃবৃন্দ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি