হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটে বাসচাপায় সাবেক পৌর কাউন্সিলর নিহত

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে বাসচাপায় সাবেক পৌর কাউন্সিলর ও পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনি (৬০) নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে চাপা দেওয়া বাসটিকে জব্দ করেছে পুলিশ। 

আজ শনিবার সন্ধ্যায় বাগেরহাট-খুলনা মহাসড়কের লখপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত মনিরুজ্জামান মনি বাগেরহাট শহরের সরুই এলাকার মো. নুর মোহাম্মাদ মল্লিকের ছেলে। তিনি বাগেরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। 

স্থানীয় বাসিন্দা ও পুলিশ বলছে, নিহত মনি ভাড়ার মোটরসাইকেলে খুলনা যাচ্ছিলেন। লখপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয় এবং ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক তাঁর নাম পরিচয় পাওয়া যায়নি। 

এ বিষয়ে কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান শেখ আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে। চাপা দেওয়া বাসটি জব্দ করা হয়েছে।’ 

এ দিকে পৌর বিএনপির এই নেতার মৃত্যুতে জেলা বিএনপির আহ্বায়ক  এটিএম আকরাম হোসেন তালিম ও সাবেক সভাপতি এমএ সালামসহ নেতৃবৃন্দ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মাগুরায় ভোটকেন্দ্রের ক্যামেরা দিনে স্থাপন, রাতেই ভাঙচুর

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য