হোম > সারা দেশ > ঝিনাইদহ

বোবা সেজে চুরি করতেন, ধরা পড়ে পুলিশের জিজ্ঞাসাবাদে জানালেন নাম-পরিচয়

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে ব্যাংকে চুরি করতে গিয়ে ধরা পড়েন আলমগীর হোসেন (৩০) নামের এক ব্যক্তি। গত সোমবার ধরা পড়ার পর গতকাল মঙ্গলবার পুলিশ বাদী হয়ে তাঁর বিরুদ্ধে কোটচাঁদপুর থানায় মামলা করে। প্রথমে তিনি বোবা সাজলেও পুলিশের জিজ্ঞাসাবাদে পরে নিজের নাম-ঠিকানাসহ একাধিক চুরির ঘটনার বর্ণনা দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) আল-মাসুদ মিয়া বলেন, আলমগীর হোসেন গত সোমবার সকালে চুরি করতে যান কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে। বোবা সেজে একজন সেবিকার কাছে সহায়তা চান। সেবিকা তাঁকে কিছু সহায়তা করেন। কিছুক্ষণ পর দেখেন তাঁর মোবাইল ফোনটি নেই।

পরে আলমগীর হোসেন যান কোটচাঁদপুর আল-আরাফাহ ব্যাংকে। সেখানে গেলে বিপত্তি বাধে। কিছুদিন আগে আরেকটি ব্যাংকে চুরির ঘটনা ঘটে। একটি ভিডিওতে আলমগীর হোসেনকে দেখতে পান ব্যাংকটির কর্মকর্তা জাকির হোসেন। আলমকে দেখে সন্দেহ হলে তিনি পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে আলমের দেহ তল্লাশি করে সেবিকার কাছ থেকে নেওয়া মোবাইল ফোনটি উদ্ধার করে।

আলমগীর হোসেন বোবা সেজে অভিনয় করছিলেন। এ কারণে প্রথমে তাঁর নাম-ঠিকানা জানা সম্ভব হয়নি। পরে পুলিশ হেফাজতে মুখ খোলেন তিনি। জানান তাঁর নাম আলমগীর হোসেন আলম। বয়স ৩০ বছর। বাবার নাম আরিফ হোসেন, বাড়ি বরিশালে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গতকাল মঙ্গলবার আলমগীর হোসেনকে আদালতে সোপর্দ করা হয়। কোটচাঁদপুর থানার এসআই আল-মাসুদ মিয়া বলেন, এ পর্যন্ত তিনি ১৪টি মোবাইল ফোন চুরি করেছেন। বাক-প্রতিবন্ধী সেজে তিনি এসব চুরি করতেন।

আল-মাসুদ আরও বলেন, আলমগীর হোসেন প্রথমে কোনো প্রতিষ্ঠানে গিয়ে বোবা সেজে কর্মকর্তা-কর্মচারীদের কাছে সহায়তা চাইতেন। পরে সুযোগ বুঝে হাতিয়ে নিতেন মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র। তিনি বলেন, আলমের নামে কোটচাঁদপুর থানায় নিয়মিত মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার