ঝিনাইদহে ফুটবল বিশ্বকাপের খেলা দেখে বাড়ি ফেরার পথে বিশ্বজিত শর্মা (৩২) নামের এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত ৩টার দিকে শহরের কাঞ্চনপুরে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার বাসিন্দা এবং জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কনক কান্তি দাসের গাড়িচালক। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাঁর দেহের ভেতরে গুলি রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ‘জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কনক কান্তি দাসের বাড়ির সামনে বড় পর্দায় খেলা দেখে বিশ্বজিৎ নিজ বাড়িতে ফিরছিলেন। সে সময় বাড়ির সামনে কয়েকজন তাঁকে জাপটে ধরে গুলি করে পালিয়ে যায়। আগের কোনো বিরোধের কারণে তাঁকে গুলি করা হতে পারে। তবে বিষয়টি আমরা তদন্ত করে দেখছি কেন এবং কারা এ ঘটনা ঘটাল। এ ঘটনায় এখনো কেউ আটক হয়নি।’
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাজিব চক্রবর্তী জানান, ‘বিশ্বজিতের শরীরে গুলিটি রয়ে গেছে। তাই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’
আহতের স্ত্রী পুতুল শর্মা বলেন, ‘ঠিক কী কারণে আমার স্বামীকে গুলি করা হয়েছে এখনো জানাতে পারিনি।’