ঘূর্ণিঝড় মিধিলির ঝোড়ো বাতাসে সুন্দরবনের দুবলার চরের বিভিন্ন এলাকায় শুঁটকি তৈরির আড়া ও মাচা ভেঙে গেছে। পচন ধরেছে শুঁটকি তৈরির জন্য মাচা ও আড়ায় রাখা মাছে। ব্যবসায়ী ও জেলেদের দাবি, এতে আনুমানিক ৮৫ লাখ টাকা ক্ষতি হয়েছে।
ব্যবসায়ী আবু হানিফ আজকের পত্রিকাকে বলেন, ‘ঝড় ও বৃষ্টিতে চরে থাকা বিপুল পরিমাণ শুঁটকি নষ্ট হয়ে গেছে। ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয়েছে। মৌসুমের শুরুতে আমরা বড় একটি ধাক্কা খেলাম।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করিম আজকের পত্রিকাকে বলেন, মিধিলির প্রভাবে ঝড়–বৃষ্টিতে শুঁটকি পল্লিতে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।