হোম > সারা দেশ > ঝিনাইদহ

ইবি শিক্ষকের গাড়ির ধাক্কায় স্কুলছাত্রী নিহত

ইবি প্রতিনিধি

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতির গাড়ির ধাক্কায় উম্মে রুকাইয়া নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মদনডাঙ্গা এলাকায়। 

নিহত উম্মে রুকাইয়া ক্যাম্পাসের পার্শ্ববর্তী শ্রীরামপুর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী এবং উপজেলার মদনডাঙ্গা গ্রামের মনোহর হোসেনের মেয়ে। 

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে গুরুতর আহত স্কুলছাত্রী রুকাইয়া মারা যায়। এ ব্যাপারে শৈলকুপা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। 

স্থানীয়রা জানান, গতকাল দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে একটি দ্রুতগামী গাড়ি উম্মে রুকাইয়াকে ধাক্কা দিলে ঘটনাস্থলে গুরুতর আহত সে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে রেফার করেন। 

নিহত স্কুলছাত্রীর চাচা ফিরোজ আজকের পত্রিকাকে বলেন, ‘স্কুল থেকে বাড়ি ফেরার পথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতির গাড়ি আমার ভাতিজিকে ধাক্কা দেয়। পরে গাড়িটিকে গাড়াগঞ্জ বাজারে আটক করা হয়। কিছুক্ষণ কথা বলার পর তিনি গাড়ি নিয়ে দ্রুত চলে যান। আজ রুকাইয়াকে দাফন করা হয়েছে।’ 

এ বিষয়ে জানতে চাইলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি শিরিনা খাতুন আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ছিল। ড্রাইভার গাড়িটি নিয়ন্ত্রণ করতে পারেনি। বিষয়টি আমাকে মর্মাহত করেছে।’ 

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত