হোম > সারা দেশ > বাগেরহাট

ফকিরহাটে ২৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ 

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘরের গুড়গুড়িয়া গ্রাম থেকে ২৫ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে ফকিরহাট মডেল থানা-পুলিশ। এ সময় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। 

আজ বুধবার বেলা ১১টার দিকে বাগেরহাট পুলিশ সুপারের বরাত দিয়ে ফকিরহাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম শামীম এই তথ্য জানান। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বারিখলা গ্রামের সিরাজ মিয়ার ছেলে মো. বিল্লাল হোসেন (২৮), একই উপজেলার বায়েক গ্রামের চারু মিয়ার ছেলে মো. আবুল বসার (৩৭) ও মৃত শাহাজান মোল্লার ছেলে রহিম মোল্লা (২০)। 

পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে ফকিরহাট মডেল থানার একটি দল গতকাল মঙ্গলবার বেলা ১টায় উপজেলার মূলঘরের গুগগুড়িয়া গ্রামের ঢোঙ্গর গেট এলাকায় অভিযান চালায়। এ সময় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে গাঁজাসহ তিনজনকে আটক করে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ২৫ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। 

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আজই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা