হোম > সারা দেশ > মাগুরা

বাল্কহেডের ধাক্কায় ক্ষতিগ্রস্ত সেতু পরিদর্শন

প্রতিনিধি, মহম্মদপুর (মাগুরা) 

বালু বোঝাই একটি বাল্কহেডের ধাক্কায় মাগুরার মহম্মদপুর উপজেলার মধুমতি নদীতে নির্মিত শেখ হাসিনা সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় ওই পিলারের সেফগার্ড ভেঙে সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার বিকেল ৪টার সময় এ ঘটনা ঘটে। 

এ নিয়ে গতকাল (৭ আগস্ট) শনিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী ভূমি কমিশনার, উপজেলা প্রকৌশলী ও পুলিশসহ স্থানীয়রা সেতুটি পরিদর্শন করেছেন। 

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে উজান থেকে বালু বোঝাই একটি বাল্কহেড ভাটির দিকে যাওয়ার পথে সেতুর ৩ নম্বর পিলারের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে সেতুর নেভিগেশন গার্ড ভেঙে গেছে। তা ছাড়া সেতুর একটি খুঁটির সিমেন্টের প্রলেপ খসে গেছে। 

উপজেলা প্রকৌশলী সাদ্দাম হুসাইন জানান, সেতুটির নেভিগেশন গার্ড ফাউন্ডেশন থেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরো অংশটা ভেঙে সেতুর পিলারের সঙ্গে লেগে গেছে। এখন গোড়া থেকেই মেরামত করতে হবে। এটি এখন সময়সাপেক্ষ ব্যাপার। 

এদিকে ঘটনাটি ইচ্ছাকৃত না দুর্ঘটনা তার তদন্তের জন্য পুলিশের মাধ্যমে ট্রলারটি আটকের চেষ্টা করছে উপজেলা প্রশাসন। 

উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল জানান, অধিকতর তদন্ত করে ঘটনাটি ইচ্ছাকৃত নাকি দুর্ঘটনা তা নিশ্চিত হয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

শেখ হাসিনা সেতুটি গত ২০২০ সালের ২২ নভেম্বর গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৫৯ কোটি ৯০ লাখ টাকা। যা ৬০০.৭০ মিটার দীর্ঘ। 

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার