হোম > সারা দেশ > যশোর

বাগানে ব্যবসায়ীর লাশ, পাশে পড়ে ছিল জুতা-পোশাক

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের ঝিকরগাছার চাঁদপুর গ্রামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে ওই গ্রামের মাঠপাড়ার একটি মেহেগনী বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত মিন্টু হোসেন (৪২) ওই গ্রামের আব্দুর রবের ছেলে। তিনি পেশায় কাঁচামাল ব্যবসায়ী। 

স্থানীয় হাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে হাঁটতে গিয়ে এক নারী লাশ দেখতে পেয়ে তাঁর স্বামীকে বলেন। পরে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে দেখেন মিন্টুর লাশ উলঙ্গ অবস্থায় পড়ে আছে। আশপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল জুতা, জামাকাপড়, মোবাইল ফোন ও টাকা। এ সময় লাশের আশপাশের বাগান ভাঙাচোরা ছিল। 

তিনি আরও বলেন, মিন্টু কাঁচামালের ব্যবসা করতেন। গতকাল বুধবার বিকেল বাড়ি থেকে বের হন তিনি। রাত ৮টার দিকেও আশিংড়ী বাজারে তাঁকে ঘোরাঘুরি করতে দেখা গেছে। 

নিহত মিন্টুর ছোট ভাই আশরাফুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে আমরা কিছু জানি না। কীভাবে মারা গেল তাও বুঝতে পারছি না। তিনি অসুস্থও ছিলেন না। মৃত্যুর বিষয়টি রহস্যজনক।’ 

ঝিকরগাছা থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম আলী বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা