হোম > সারা দেশ > যশোর

বাগানে ব্যবসায়ীর লাশ, পাশে পড়ে ছিল জুতা-পোশাক

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের ঝিকরগাছার চাঁদপুর গ্রামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে ওই গ্রামের মাঠপাড়ার একটি মেহেগনী বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত মিন্টু হোসেন (৪২) ওই গ্রামের আব্দুর রবের ছেলে। তিনি পেশায় কাঁচামাল ব্যবসায়ী। 

স্থানীয় হাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে হাঁটতে গিয়ে এক নারী লাশ দেখতে পেয়ে তাঁর স্বামীকে বলেন। পরে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে দেখেন মিন্টুর লাশ উলঙ্গ অবস্থায় পড়ে আছে। আশপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল জুতা, জামাকাপড়, মোবাইল ফোন ও টাকা। এ সময় লাশের আশপাশের বাগান ভাঙাচোরা ছিল। 

তিনি আরও বলেন, মিন্টু কাঁচামালের ব্যবসা করতেন। গতকাল বুধবার বিকেল বাড়ি থেকে বের হন তিনি। রাত ৮টার দিকেও আশিংড়ী বাজারে তাঁকে ঘোরাঘুরি করতে দেখা গেছে। 

নিহত মিন্টুর ছোট ভাই আশরাফুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে আমরা কিছু জানি না। কীভাবে মারা গেল তাও বুঝতে পারছি না। তিনি অসুস্থও ছিলেন না। মৃত্যুর বিষয়টি রহস্যজনক।’ 

ঝিকরগাছা থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম আলী বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে