কোটচাঁদপুর (ঝিনাইদহ): ঝিনাইদহের কোটচাঁদপুরে মোটরসাইকেলের ধাক্কায় অনিমা দে (৮০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে।
নিহতের নাতির ছেলে অপু বিশ্বাস জানান, আজ সকাল ১১টায় বাড়ি থেকে রাস্তায় বের হচ্ছিলেন অনিমা দে। এ সময় চান্দু নামে এক প্রতিবেশীর ছেলে মোটরসাইকেল নিয়ে বাজারে যাওয়ার সময় তাঁকে ধাক্কা দেন। সাইকেলের ধাক্কায় রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। তাঁকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মিঠুন কুমার দে জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আসার আগেই মারা গেছেন তিনি।
কোটচাঁদপুর থানার ওসি মঈন উদ্দিন জানান, দুর্ঘটনার পর তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনাটি হাসপাতাল থেকে আমাদের জানিয়েছেন। তবে এখনো পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি।