হোম > সারা দেশ > ঝিনাইদহ

ঝিনাইদহে ছুরিকাঘাতে যুবককে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি

লাশকাটা ঘরের সামনে মানুষের ভিড়। ছবি: আজকের পত্রিকা

ঝিনাইদহে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. জীবন হোসেন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে পৌর এলাকার ব্যাপারীপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত জীবন হোসেন কালিকাপুর পশ্চিমপাড়ার রজব আলীর ছেলে। তিনি পেশায় একজন রংমিস্ত্রি ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, আজ বিকেলে পৌর এলাকার কালিকাপুরের নিজ বাড়িতে অবস্থান করছিলেন জীবন হোসেন। বিকেলে কিছু লোক তাঁকে শহরের ব্যাপারীপাড়ায় বিল্লালের দোকানের সামনে ডেকে নিয়ে যান। পরে সেখানে তাঁদের সঙ্গে কথা-কাটাকাটি হয় জীবনের। একপর্যায়ে তাঁরা জীবনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ফেলে রেখে পালিয়ে যান। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ছোঁয়া ইসরাইল বলেন, বিকেলে গুরুতর আহত অবস্থায় এক যুবককে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় লোকজন। তাঁর শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে হাসপাতালে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ্ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শহরের ব্যাপারীপাড়ায় একজনকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে তৎপর রয়েছে পুলিশ।

খুলনা: দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক