হোম > সারা দেশ > বাগেরহাট

মোংলা বন্দরে পণ্য খালাস শুরু

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 

ঘূর্ণিঝড় সিত্রাং দুর্বল হওয়ায় মোংলা সমুদ্র বন্দর থেকে সাত নম্বর বিপদ সংকেত প্রত্যাহার করেছে আবহাওয়া কার্যালয়। একই সঙ্গে বন্দর কর্তৃপক্ষ থেকে নিজস্ব অ্যালার্ট-৩ ও তুলে নেওয়া হয়েছে। তবে মোংলায় এখনো ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি রয়েছে। এদিকে দুর্যোগ কেটে যাওয়ায় ২০ ঘণ্টা পর আজ মঙ্গলবার সকাল থেকে বন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

বন্দরে অবস্থানরত কয়লা, সার, গ্যাসসহ ১২টি বাণিজ্যিক জাহাজে পণ্য ওঠা-নামার কাজ পুরোদমে শুরু হয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন শাহীন মজিদ বলেন, দুর্যোগ কেটে যাওয়া নতুন করে বন্দরে ঢুকেছে মার্শাল আইল্যান্ড পতাকাবাহী ‘এভারেস্ট কে’ ও ভেগা স্টেন্ডটি’ নামে দুটি বিদেশি জাহাজ। এসব জাহাজে কয়লা ও সার রয়েছে। এ ছাড়া পণ্য খালাস শেষে এদিন বন্দর ত্যাগ করেছে আরও তিনটি বাণিজ্যিক জাহাজ। 

এর আগে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সাত নম্বর বিপদ সংকেত জারির পর গতকাল সোমবার রাত ৯টা থেকে মোংলা বন্দরে অবস্থানরত সকল বিদেশি জাহাজের পণ্য ওঠা-নামার কাজ বন্ধসহ সকল প্রকার কার্যক্রম স্থগিত রাখা হয়ছিল। 

মোংলা বন্দর ব্যবহারকারী এইচ এম দুলাল জানান, পণ্য খালাস করতে না পারায় তাঁদের অনেক আর্থিক ক্ষতি হয়েছে। তবে সকাল থেকে তাদের শ্রমিকেরা পুনরায় কাজে যোগদান করেছেন।

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার