হোম > সারা দেশ > খুলনা

লোহাগড়ায় গ্রাম পুলিশকে হত্যার ঘটনায় যুবক গ্রেপ্তার

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় গ্রাম পুলিশ বকুল শেখকে কুপিয়ে হত্যার ঘটনায় রুবেল শেখ (৩৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন। 

গতকাল সোমবার রাতে নিহতের ছেলে রমজান শেখ বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা করেন। এতে সাতজনের নাম ও অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করা হয়। 

এর আগে গত রোববার সন্ধ্যায় উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি পূর্বপাড়ার গ্রাম পুলিশকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। নিহত বকুল শেখ ওই গ্রামের মৃত বদির শেখের ছেলে। 

নিহতের ছেলে রমজান শেখ বলেন, ‘গ্রামের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পুলিশকে জানালে আমার বাবাকে হত্যা করেছে আসামিরা। হত্যাকাণ্ডের পর আসামিরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তারা কেউ এলাকায় নেই। বাবার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানাই।’ 

লোহাগড়া থানার ওসি মো. নাসির উদ্দিন বলেন, বকুল শেখকে কুপিয়ে হত্যার ঘটনায় তাঁর ছেলে মামলা করেছেন। এ ঘটনায় রুবেল নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত

ফ্ল্যাটের ভেতর অন্তঃকোন্দলে এনসিপির মোতালেবকে গুলি, মাদক ও গুলির খোসা উদ্ধার: পুলিশ

খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতাকে মাথায় গুলি

খুলনা ওয়াসার দুর্নীতি: ঘুষে বন্ধ বকেয়া বিলের চাপ

‘স্যাক্রোলাইটিস’ রোগে আক্রান্ত: মেধাবী ছাত্রী আসফির বাঁচার আকুতি

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই