হোম > সারা দেশ > বাগেরহাট

করোনার পর মোংলায় কনটেইনারবাহী জাহাজ ভেড়ার রেকর্ড 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 

করোনার পর বাগেরহাটের মোংলায় চলতি মাসে (এপ্রিল) সর্বোচ্চ আটটি কনটেইনারবাহী জাহাজ ভেড়ার রেকর্ড করেছে। আজ সোমবার লাইব্রেরিয়ান জাহাজ এমভি মার্কস হাই পং বন্দরে আগমনের মধ্য দিয়ে এ রেকর্ড হয়। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক (জনসংযোগ বিভাগ) মো. মাকরুজ্জামান মুন্সী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, সোমবার ১৮৬ মিটার দৈর্ঘ্যের লাইব্রেরিয়ান পতাকাবাহী জাহাজ এমভি মার্কস হাই পং মোংলা বন্দরের ৯ নম্বর জেটিতে ভিড়ে। জাহাজটির মধ্য দিয়ে করোনা পরবর্তী মোংলা বন্দরে এক মাসে সর্বোচ্চ আটটি কনটেইনারবাহী জাহাজ ভেড়ার রেকর্ড করেছে। জাহাজটিতে ১৮৭৫টি ইইউজ কন্টেইনারজাত মালামাল আমদানি-রপ্তানি করা হয়। 

চলতি মাসে এসব বাণিজ্যিক জাহাজের মাধ্যমে ফেব্রিকস, মেশিনারি, আপেল, ট্রাই সাইকেল পার্টস, ইলেকট্রিক্যাল গুডস, হোয়াইট ক্লিংকার, ফার্টিলাইজার, ক্যালসিয়াম কার্বোনেট, কপার ক্যাথোডস আমদানি এবং জুট, জুট গুডস, সিরিমপস, কার্বস, হোয়াইট ফিস, ক্লে টাইলস, ড্রাইড ফিস, মেশিনারি, গার্মেন্টস প্রোডাক্টস ও কটন ইয়ার্ন ইত্যাদি রপ্তানি করা হয়। 

এপ্রিলের বিভিন্ন সময়ে মোংলা বন্দর জেটিতে সিঙ্গাপুর পতাকাবাহী এমভি কোটা টেনেগা ও এমভি কোটা রানচাক, এমভি মার্কস ভিলাডিভসটক, এমভি মার্কস কুইনজু, এমভি মার্কস চট্টগ্রাম, এমভি মার্কস বন্দরের বিভিন্ন জেটিতে ভিড়ে। বর্তমানে বন্দর জেটিতে গড়ে প্রতি সপ্তাহে দুটি করে কন্টেইনার জাহাজ আগমন করছে। 

তিনি আরও বলেন, শিপিং এজেন্ট, মোংলা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন, চেম্বার অব কমার্স, খুলনা ও বাগেরহাট, আমদানি-রপ্তানিকারক ও বন্দর ব্যবহারকারীদের সঙ্গে ধারাবাহিক সভা ও সমন্বয়সহ বন্দরে আধুনিক কন্টেইনার হ্যান্ডেলিং ইকুইপমেন্ট সংযোজনের ফলে জেটি থেকে দ্রুত স্বল্প সময়ের মধ্যে কনটেইনার খালাস বোঝাই সম্ভব হচ্ছে। একই সঙ্গে গিয়ার লেস জাহাজ হ্যান্ডেলিংয়ের সুযোগ সৃষ্টি হওয়ায় মোংলা বন্দরে কনটেইনারবাহী সমুদ্রগামী জাহাজের আগমন বৃদ্ধি পেয়েছে।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা