হোম > সারা দেশ > ঝিনাইদহ

ইয়াবা বলে ঠান্ডার ট্যাবলেট বিক্রি, পুলিশ দেখেই ভোঁ দৌড়

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি ফার্মেসি থেকে ঠান্ডার জন্য ব্যবহৃত শতাধিক ট্যাবলেট কেনেন এক যুবক। এরপর সেগুলো পাতা থেকে খুলে পোঁটলা বানিয়ে ইয়াবা বলে বিক্রির জন্য মোটরসাইকেলে রওনা দেন। পথে পুলিশের নিয়মিত টহল দেখে ভয়ে মোটরসাইকেল ফেলে দৌড় দেন ওই যুবক। এ সময় ধাওয়া দিয়ে আটকের পর পুলিশের কাছে বিষয়টি স্বীকার করেন তিনি। 

গতকাল বৃহস্পতিবার সকালে কোটচাঁদপুরের ঘাঘা গ্রামের সড়কে এ ঘটনা ঘটে। এ সময় কোটচাঁদপুরের তালসার গ্রামের তরিকুল ইসলাম (৩০) নামের ওই যুবককে আটক করা হয়। এ ঘটনায় থানায় তরিকুলের নামে ৩৪ ধারায় মামলা করা হয়েছে। আজ শুক্রবার তাঁকে আদালতে সোপর্দ করেছেন পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করেছেন কোটচাঁদপুর থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ আল-মামুন। 

পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার ঠান্ডার ওই ট্যাবলেটগুলো কোটচাঁদপুরের একটি ফার্মেসি থেকে কেনেন তরিকুল। এরপর তা খুলে পোঁটলা বানিয়ে ইয়াবা বলে বিক্রির জন্য মোটরসাইকেল যোগে জালালপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় পাশ দিয়ে পুলিশ যাচ্ছিলেন। তাদের দেখে মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করেন তাঁরা। পুলিশ ধাওয়া দিয়ে তরিকুল ইসলামকে আটক করতে পারলেও পালিয়ে যান তাঁর সহযোগী। পরে তরিকুলের কাছ থেকে শতাধিক ওই ট্যাবলেট উদ্ধার করেন পুলিশ। 

এদিকে ট্যাবলেট বিক্রির অভিযোগে ওই ফার্মেসি মালিককেও আটক করেন পুলিশ। পরে ছাড়া পান ওই ফার্মেসি মালিক নাহিন জুবায়ের। 

তালসার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কিশোর কুমার বলেন, তরিকুল নামের ওই ছেলেকে ঘাঘা গ্রামের মাঠের সড়ক থেকে ধরা হয়েছিল। এ সময় তাঁর কাছ থেকে ঠান্ডার ট্যাবলেট পাওয়া যায়। বিস্তারিত জানতে তিনি থানা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলেন। 

কোটচাঁদপুর থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ আল-মামুন বলেন, ওই ছেলে একটা প্রতারক। সে ইয়াবা বলে, কালিগঞ্জের এক পার্টির কাছে ঠান্ডার ওষুধ বিক্রির প্রক্রিয়া করছিল। এর মধ্যে সে তালসার পুলিশ ফাঁড়ির পুলিশের হাতে ধরা পড়েন। তাঁকে ৩৪ ধারায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার