হোম > সারা দেশ > ঝিনাইদহ

মোজামের আয়ের একমাত্র সম্বল গেল চুরি

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মোজাম বিশ্বাস (৫২)। পেশায় ভ্যানচালক। তাঁর আয়ের একমাত্র সম্বল সেই ভ্যানটিও গতকাল মঙ্গলবার সকালে চুরি গেছে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। এখন কিস্তি আর প্রতিদিনের খাবার জোটাতে চরম বিপাকে পড়েছেন তিনি। এ ব্যাপারে থানায় জিডি হয়েছে। 

ভুক্তভোগী মোজাম বিশ্বাস বলেন, ‘মঙ্গলবার বেলা ১১টার দিকে একজন যাত্রী নিয়ে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আসি। এরপর তাকে নামিয়ে দিয়ে, স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ভ্যানের ওপর বসে ছিলাম। কিছুক্ষণ পর পাশের বাথরুমে যাই। পরে ফিরে এসে ভ্যানটি আর পাইনি। এরপর অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু ভ্যান পাইনি।’ 

মোজাম আরও বলেন, ‘আমার সংসারে তিন কন্যা আর স্ত্রী। পরিবারের সদস্য সংখ্যা পাঁচ জন। যাদের প্রত্যেকের মুখে আহার জোটে আমার আয়ের ওপর। ভ্যানটি কালীগঞ্জের ইসলামী ব্যাংক থেকে লোন করে কিনেছিলাম। যার কিস্তি এখনো চলছে। ভ্যান হারিয়ে এখন উভয়সংকটে আমি। একদিকে কিস্তি, অন্যদিকে প্রতিদিনের সংসার চালানো খরচ।’ 

মোজাম আরও বলেন, ‘এখন বাড়ির ৫ শতক মাথা গোছার জমি ছাড়া আর কিছু নাই আমার। এ ছাড়া কয়েক দিন পর ঈদ। এখন আমি কী করব, আর কোথায় গেলে এর সমাধান মিলবে তা আমি বুঝতে পারছি না।’ 

মোজাম বিশ্বাস কালীগঞ্জ শাহপুর-ঘিঘাটি আবাসনসংলগ্ন পাড়ার বাসিন্দা। তিনি ওই পাড়ার আবুল হোসেনের ছেলে। আজ বুধবার বিকেলে মোজাম বিশ্বাস কোটচাঁদপুর থানায় জিডি করেছেন।

কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক (এসআই) গৌরঙ্গ বর্মণ বলেন, ‘আজ বিকেলে এ-সংক্রান্ত একটা অভিযোগ করেছেন এক মুরব্বি।’ 

উল্লেখ, কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্স চুরি এখন নিত্যদিনের ঘটনা। এর আগে ও অনেকের অনেক কিছু চুরি হলেও কেউ কিছু ফেরত পায়নি। এটা কর্তৃপক্ষের অবহেলায় ঘটছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক