হোম > সারা দেশ > ঝিনাইদহ

ঝিনাইদহে বিরিয়ানি খেয়ে স্কুলশিক্ষার্থীসহ অসুস্থ অর্ধশতাধিক

ঝিনাইদহ প্রতিনিধি

হাসপাতালে অসুস্থরা। ছবি: আজকের পত্রিকা

ঝিনাইদহে পিকনিকে গিয়ে বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বাগেরহাট সদরের চুলকাঠি এলাকার শিশু কানন আদর্শ বিদ্যাপীঠের শিক্ষক, শিক্ষার্থীসহ অর্ধশতাধিক ব্যক্তি।

আজ শনিবার বিকেল সাড়ে ৫ টা থেকে রাত ৮টা পর্যন্ত সময়ের মধ্যে ৫ম শ্রেণির শিক্ষার্থী অহনা ইসলাম মৌ, ৪র্থ শ্রেণির আম্মার, উজান কর্মকার, ১ম শ্রেণির মায়াং দেবনাথসহ ২০ শিক্ষার্থী এবং শিক্ষক ননী গোপাল, অভিভাবক জাহানারা বেগম, নিপা কর্মকার, মানবেন্দ্র দেবনাথ, উত্তম কর্মকার, কুদ্দুস শেখসহ ২৫ জন অভিভাবককে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকেরা বলছেন, হাসপাতালে ভর্তি ৪৫ জনেরই খাদ্যে বিষক্রিয়ায় এমন হয়েছে।

জানা যায়, বাগেরহাট সদরের শিশু কানন আদর্শ বিদ্যাপীঠ থেকে দুটি বাসে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক মিলিয়ে প্রায় ১০৮ জন ঝিনাইদহ জোহান ড্রিম ভ্যালী পার্কে আসে পিকনিকে। পথিমধ্যে তারা খুলনা বিশ্ববিদ্যালয়ের পেছনে সেলিমের হোটেল থেকে চিকেন বিরিয়ানি নিয়ে আসে দুপুরে খাওয়ার জন্য।

এরপর তারা পার্কে ঘোরাঘুরির পর দুপুর ২টার দিকে খাবার খায়। কয়েকঘণ্টা পর থেকেই অধিকাংশেরই বমি ও পাতলা পায়খানা শুরু হয়। পরে বিকেল সাড়ে ৫ টা থেকে রাত ৮টা পর্যন্ত ২০ জন শিক্ষার্থী এবং তাদের অভিভাবক ও শিক্ষকসহ মোট ৪৫ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাকিরা চিকিৎসা ছাড়াই কিছুটা সুস্থ হয়েছে।

শিশু কানন আদর্শ বিদ্যাপীঠের শিক্ষক ননী গোপাল আচার্য বলেন, খাবার খাওয়ার কিছু সময় পর থেকেই একে একে কেউ বমি করছে, কেউ অজ্ঞান হয়ে যাচ্ছে, কারও পেটে ব্যথা করছে। এভাবে প্রায় ১০০ জনের মতই নানাভাবে অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের অনেককেই হাসপাতালে আনা হয়।

হাসপাতালে অসুস্থরা। ছবি: আজকের পত্রিকা

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুলতানা মেফতাহুল জান্নাত বলেন, ‘খাবার খাওয়ার পর সেই খাদ্যের বিষক্রিয়াই তাদের এমন হয়। সকলেরই বমি ও পাতলা পায়খানা হয়। তাদের মধ্যে বয়ষ্ক কয়েকজনের অবস্থা কিছুটা আশঙ্কাজনক।’

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত