হোম > সারা দেশ > বাগেরহাট

সুন্দরবন থেকে অপহরণ হওয়া ১১ জেলে উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবনে মাছ ধরার সময় অপহরণ হওয়া ১১ জেলেকে উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জ এলাকা থেকে তাঁদের উদ্ধার করা হয়। 

জেলেদের মধ্যে শরণখোলা থানার পুলিশ তিনজনকে এবং মোংলা থানার পুলিশ আটজনকে উদ্ধার করেছে। তাঁরা হলেন হানিফ হাওলাদার (৪৮), সোহেল মল্লিক (২৮), আসাদুল শেখ (৩২), মো. আকরাম হোসেন (৪২), আনিচ শেখ (২২), মো. মিলন শেখ (২৩), মো. রফিকুল ইসলাম খান (৩৫), শুকুর আলী বেপারি (৩০), মো. মনির বেপারী (৩৬), মো. অলি শিকদার (৪৮) ও মো. বকতিয়ার বেপারী (৩৫)। তাঁরা বাগেরহাট সদর, রামপাল, মোংলা, মোরেলগঞ্জ ও খুলনার বটিয়াঘাটা উপজেলার বাসিন্দা। 

বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, জেলেদের অপহরণের খবর পেয়ে পুলিশ সুন্দরবনে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে মোংলা ও শরণখোলা এলাকা থেকে ১১ জেলেকে উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যাওয়ার কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি। তাদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

জানা গেছে, গত ১৫ ডিসেম্বর বিকেলে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের বেড়ির ও হরমল খালে মাছ ধরতে যাওয়া জেলেবহর থেকে ১১ জনকে অপহরণ করে দস্যুরা। পরে জনপ্রতি ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। 

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার