হোম > সারা দেশ > বাগেরহাট

এইচএসসি পরীক্ষায় ফেল করার খবর পেয়ে ‘বিষপানে’ ছাত্রীর মৃত্যু

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে ‘বিষপানে’ হাসি মণ্ডল (১৯) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাসি মণ্ডল ওই গ্রামের রবীন্দ্রনাথ মণ্ডলের মেয়ে।

পরিবারের দাবি, এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় তিনি ‘আত্মহত্যা’ করেছেন। তিনি কালিদাস বড়াল স্মৃতি মহাবিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্রী ছিলেন। আজ পরীক্ষার ফলাফল শোনার পর তিনি বিষ পান করেন। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে জরুরি বিভাগের চিকিৎসক কাজী ইরানুল ইসলাম তাঁকে মৃত ঘোষণা করেন।

চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মো. মামুন হাসান বলেন, হাসি মন্ডলকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল।

হাসি মণ্ডলের বাবা রবীন্দ্রনাথ মণ্ডল বলেন, ‘হাসি কালিদাস বড়াল স্মৃতি মহাবিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্রী ছিল। সে এ বছর এইচএসসি পরীক্ষা দিয়েছিল। আজ পরীক্ষার ফলাফল দেয়। ইংরেজি বিষয়ে ফেল করায় সে বিষপান করে আত্মহত্যা করে।’

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, ‘হাসপাতাল থেকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরিবারের অনুরোধে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে