হোম > সারা দেশ > যশোর

থাইল্যান্ডের কিউজাই জাতের আম এখন কেশবপুরে

কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুরের ব্রহ্মকাটি গ্রামে প্রথমবারের মতো থাইল্যান্ডের কিউজাই জাতের আম আবাদ করা হয়েছে। ব্রহ্মকাটি গ্রামের কৃষক খন্দকার শফি গত বছর কিউজাই জাতের দুটি আমের গাছ রোপণ করেন। প্রথমবারই ওই দুটি গাছে প্রায় ৫০টি আম ধরেছে। একেকটি আমের ওজন হয়েছে প্রায় এক কেজি। 

কৃষক খন্দকার শফি বলেন, পরীক্ষামূলকভাবে থাইল্যান্ডের কিউজাই জাতের দুটি আমগাছের চারা রোপণ করা হয়। এই জাতের আম দেখতে বেশ লম্বাটে। আম কাঁচা খেতে খুব মিষ্টি। কয়েকটি আম ইতিমধ্যে গাছ থেকে পাড়া হয়েছে। পাকা অবস্থায় এই আম খেতে আরও বেশি সুস্বাদু। প্রথমবার ফলন ভালো পাওয়ায় বাণিজ্যিকভাবে এই জাতের আম চাষাবাদের আগ্রহ প্রকাশ করেন এই কৃষক। 

কৃষক খন্দকার শফি জানান, কিউজাই আম স্বাদে, গন্ধে, আকারে ফল হিসেবে পুষ্টির চাহিদা পূরণে সেরা ও অতুলনীয়। তাঁর গাছের একেকটি আমের ওজন প্রায় ১ কেজি হয়েছে। 

এ ব্যাপারে খুলনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মহাদেব চন্দ্র সানা বলেন, থাইল্যান্ডের কিউজাই জাতের আম এ দেশের মাটি ও আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় বাণিজ্যিকভাবে আবাদ করা সম্ভব। আমটি আকারে বড়। খেতেও খুব সুস্বাদু হওয়ায় কৃষকেরা এই জাতের আম আবাদে ঝুঁকছেন।

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে