হোম > সারা দেশ > বাগেরহাট

পূর্ব সুন্দরবনে মাছ কাঁকড়া ধরার সময় ১০ জেলে আটক

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটে পূর্ব সুন্দরবনের নারকেলবাড়িয়া ও শেলারচর এলাকায় অবৈধভাবে মাছ কাঁকড়া ধরার সময় ১০ জন জেলেকে আটক করেছে বনরক্ষীরা। আজ বুধবার সকালে শরণখোলা রেঞ্জের ওই এলাকায় অভিযান চালিয়ে থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ট্রলার, জাল ও বিপুল পরিমাণ চাই জব্দ করা হয়।

আটক জেলেরা হলেন–শরণখোলার মালিয়া রাজাপুর গ্রামের আসাদুল, মোরেলগঞ্জের বারইখালী গ্রামের মন্টু, বাগেরহাটের রামপাল উপজেলার সিকিরডাঙ্গা গ্রামের ওমর ফারুক গাজী, বরগুনার তালতলী উপজেলার সখিনা গ্রামের জাফর পেয়াদা ও পাথরঘাটার রুহিতা গ্রামের কামাল কাজী।

তাদের কাছ থেকে তিনটি ইঞ্জিন চালিত নৌকা, চারটি ডিঙি নৌকা, ছয়টি ছোট ফাঁসের নিষিদ্ধ বেহুন্দি জাল, বিপুল পরিমাণ কাঁকড়া ধরার বাঁশের তৈরি চাই (চারো) এবং বিভিন্ন মালামাল জব্দ করেছে বনরক্ষীরা।

বিষয়টি নিশ্চিত করে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহবুব হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ জন জেলেকে আটক করা হয়েছে। আটক জেলেদের কাছে বন বিভাগের কোনো পাস-পারমিট পাওয়া যায়নি।’

তিনি আরও বলেন, ‘তারা অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে মাছ ও কাঁকড়া ধরছিলেন।’ তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক